এক সিনিয়র পুলিশের আধিকারিক বলেন কয়েক মাসের মধ্যেই ট্রাফিকের মহিলা কনস্টেবল রা কাজ করবেন,
কলকাতা:
কলকাতা তে মহিলা ট্রাফিক কনস্টেবল আসতে চলছেন যারা রাস্তাঘাট এবং যানজট নিয়ন্ত্রণ করবেন। " আই এ এন এস কে পুলিশের ডেপুটি কমিশনার সুমিত কুমার বলেন, "আমাদের ভাবনা অনুযায়ী, কিছু মহিলা কনস্টেবল কে ট্রাফিক দপ্তরে প্রেরণ করা হবে রাস্তায় ডিউটি দেওয়ার জন্য, ট্রাফিকে মহিলা কনস্টেবল কে নিয়োগ করার প্রধান কারোর যাতে রাস্তায় মহিলা গত ব্যাপারে তারা সাহায্য করতে পারে।
কলকাতা পুলিশের আধিকারিকরা সোমবার দিন পুলিশ ট্রেনিং স্কুলে (পি টি এস) এ যান মহিলা বাহিনী উদ্বোধন করতে যারা রাস্তায় ট্রাফিকের মহিলা কনস্টেবল হিসেবে কাজ করবেন।
এক সিনিয়র পুলিশের আধিকারিক বলেন কয়েক মাসের মধ্যেই ট্রাফিকের মহিলা কনস্টেবল রা কাজ করবেন, এবং তাদের সংখ্যার ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রাফিক দপ্তর থেকে তাদের স্কুটি ও দেওয়া হবে যাতে করে তারা যাতায়াত করবেন।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)Click for more
trending news