This Article is From Dec 27, 2019

Weather Update: পৌষের অকাল বর্ষণে জবুথবু কলকাতা! বর্ষশেষেও কি বৃষ্টিতে পণ্ড হবে হুল্লোড়?

Weather Update: শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২০.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃষ্টির পরিমাণ ১১.৮ মিলিমিটার। বেলা বাড়লেও আকাশ মেঘাচ্ছন্নই রইবে বলে খবর।

Weather Update: পৌষের অকাল বর্ষণে জবুথবু কলকাতা! বর্ষশেষেও কি বৃষ্টিতে পণ্ড হবে হুল্লোড়?

Kolkata Rain: অকাল বৃষ্টিতে এক ধাক্কায় ৩ ডিগ্রি নেমে গিয়েছে পারদ

কলকাতা:

বছর শেষ হতে আর ঠিক হাতে গোনা ৫ টা দিন। বাড়িতে বাড়িতে পিকনিক, বর্ষশেষের পার্টির হুজ্জুতির পরিকল্পনা প্রায় তৈরিই। এসবেই আক্ষরিক অর্থেই জল ঢেলে দিল আবহাওয়া! পৌষের অকাল বৃষ্টিতে স্নাত এখন কলকাতা থেকে শুরু করে জেলা। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। ভোররাতের অঝোর বর্ষণে ঠাণ্ডায় রীতিমতো কাঁপছে বাংলা। আবহাওয়া দফতর জানিয়েছে শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আবহাওয়া দফতর আরও জানিয়েছে এই অকাল বৃষ্টিতে এক ধাক্কায় ৩ ডিগ্রি নেমে গিয়েছে পারদ। ফলে কলকাতায় বসেও দার্জিলিং মনে করেই দিব্যি শীতের আমেজ উপভোগ করছেন মানুষ।

তবে বছর শেষের এই মুহূর্তে বড়দিনের রাতে পার্কস্ট্রিটমুখী মানুষের ভিড়ে কিছুটা লাগাম টেনেছে এই বর্ষণ। আলোঝলমলে পার্কস্ট্রিটে বৃষ্টির কারণে মানুষের ভিড় কম। তবে আগামীকাল, শনিবার থেকেই বৃষ্টি কমে যাবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে তাপমাত্রা আরও নামবে। বর্ষশেষের পার্টি বৃষ্টিতে পণ্ড হওয়ার সম্ভাবনা বিশেষ নেই বলেই পূর্বাভাস। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২০.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃষ্টির পরিমাণ ১১.৮ মিলিমিটার। বেলা বাড়লেও আকাশ মেঘাচ্ছন্নই রইবে বলে খবর। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশ। মেঘ রোদের খেলা চলবে ৩১ ডিসেম্বর অবধিই। আকাশ ঝলমলে করে রোদ ওঠার সম্ভাবনা রয়েছে নতুন বছরের এক্কেবারে শুরুর দিনটাতেই।

এক ঝলকে দেখে নিন বছরের শেষ কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস:

২৮ ডিসেম্বর: সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মূলত মেঘ কুয়াশায় ঢাকা।

২৯ ডিসেম্বর: সর্বোচ্চ ২২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস। সকালে কুয়াশা ও মেঘাচ্ছন্ন আকাশ, বেলা বাড়লে কাটবে মেঘ।

৩০ ডিসেম্বর: সর্বোচ্চ ২৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস। সকালে কুয়াশা ও মেঘাচ্ছন্ন আকাশ, বেলা বাড়লে কাটবে মেঘ।

৩১ ডিসেম্বর: সর্বোচ্চ ২৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস। সকালে কুয়াশা ও মেঘাচ্ছন্ন আকাশ, বেলা বাড়লে কাটবে মেঘ।

.