This Article is From Oct 29, 2019

Kolkata Weather Update: ভাইফোঁটায় কেমন থাকবে কলকাতার আকাশ? জেনে নিন

মঙ্গলবার সকাল থেকেই  ঝকঝকে রোদ উঠেছে, আকাশে যদিও সামান্য মেঘ রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, কয়েকদিন নাগাড়ে বৃষ্টি হলেও আজ বৃষ্টির সম্ভাবনা নেই।

Advertisement
Kolkata Reported by , Written by

Kolkata Weather Update: ভাইফোঁটায় কেমন থাকবে কলকাতার আকাশ?

কলকাতা:

কয়েকদিনের টানা বৃষ্টির পর কালীপুজোর (Kolkata Weather Update) দিন বৃষ্টি হয়নি। আকাশে যদিও মেঘ ছিল, তবুও বৃষ্টি হয়নি। মঙ্গলবার সকাল থেকেই  ঝকঝকে রোদ উঠেছে, আকাশে যদিও সামান্য মেঘ রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, কয়েকদিন নাগাড়ে বৃষ্টি হলেও আজ বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছিল উৎসবের দিনগুলো বৃষ্টিহীন কাটবে। টানা বৃষ্টির পর আবহাওয়ার উন্নতি হবে। শনিবার বিকেল থেকে আবহাওয়ার উন্নতি হয়, গতকাল রোদ উঠেছিল, বৃষ্টিও হয় নি। আজ (Kolkata Weather Update) সকাল থেকেই রোদের দেখা মিলেছে।  ঝলমলে আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে যে, আজ সারাদিনই আকাশ পরিষ্কার থাকবে। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কলকাতার ক্ষেত্রে আজকে বৃষ্টির সম্ভাবনা নেই। জেলাতেও বৃষ্টির সম্ভাবনা নেই। আজ ভাইফোঁটার উৎসব। ভাইদের বোনের বাড়িতে যাওয়ার পালা। আবহাওয়া মনোরম তাই সকাল থেকেই বাজারমুখী বোনেরা। ভাইয়ের পাতে সব চাইতে প্রিয় মিষ্টি বা মাছ তুলে দিতে ভিড় দোকানে, বাজারে। আবহাওয়া দফতর জানাচ্ছে  বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কালীপুজোর আগের বৃষ্টিতে বাজার অনেকটাই মার খেয়েছে। বাজি বিক্রেতা, বাতি বিক্রেতাদের আক্ষেপ, অন্যবার যতটা বিক্রি করেন এবছর বৃষ্টির জন্য সেই বিক্রি অনেকটাই মার খেয়েছে। ভাইফোঁটায় হরেক রকমের মিষ্টি, শীতের নতুন সবজি আর নানান ধরনের মাছে বাজার ছেয়ে গেছে।  ঝলমলে রোদ উঠেছে ফলত ক্রেতা যেমন বাজারমুখী, বিক্রেতারাও খুশি।

জোয়ার ভাটার খবরে নজর রাখা যাক। মঙ্গলবার সকালে জোয়ার ১০.৪৪ মিনিটে, আবার রাত্রে জোয়ার আসবে ১০:৫৫  মিনিটে। আজ ভাটা  দুপুর ১:৪০ মিনিটে আবার ভাটা হবে রাত ২.১৫ মিনিটে।

Advertisement
Advertisement