kolkata weather update: তবে কি কালীপুজোতেও বৃষ্টি? চিন্তায় শহরবাসী
কলকাতা: সকাল থেকে আকাশের মুখ ভার, আজ, মঙ্গলবার কলকাতায় (Kolkata Weather Update) বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাল আবহাওয়া দফতর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে বৃষ্টি হবে জেলাতেও। পাশাপাশি আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং মাঝেমাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শহরের বিভিন্ন অংশে। গতকালও বৃষ্টির সম্ভাবনা ছিল কলকাতার বিভিন্ন অংশে। কিন্তু বৃষ্টি হয়নি কলকাতাতে। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েই যাচ্ছে কলকাতায়, জানিয়েছে হাওয়া অফিস।
বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। আবহাওয়া দফতর জানিয়েছে জেলাতে বৃষ্টি হবে, তবে বৃষ্টি হলেও তা হবে বিক্ষিপ্তভাবে। আলোর উৎসব দীপাবলি তারপর ভাই ফোঁটা। ইতিমধ্যেই বাজারে হরেক রকমের মাটির প্রদীপের পসরা সাজিয়ে বসে পড়েছে দোকানিরা, বিক্রিও শুরু হয়েছে। সেক্ষেত্রে যদি বৃষ্টি হয় ব্যবসা খানিকটা মার খাবে বলেই মনে করছেন বিক্রেতারা। আবহাওয়ার মতিগতি যাম তবে কি কালীপুজোতে বৃষ্টি ভোগাবেই? সে প্রশ্নই ভাবাচ্ছে শহরবাসীকে।
পাশাপাশি জোয়ার-ভাটার খবরেও নজর রাখা যাক। আজ জোয়ার আসবে বেলা ৩ :০৭ মিনিটে আবার রাত্রে জোয়ার আসবে রাত ৩:৪৩ মিনিটে। অন্যদিকে ভাটা হবে সন্ধ্যা ৭:৩৯ মিনিটে আবার পরের ভাটা হবে আগামীকাল সকাল ৮ : ৩৬ মিনিটে।