This Article is From Jan 19, 2020

ট্যাংরায় লোহার গেট চাপা পড়ে ১১ বছরের বালিকার মৃত্যু

তাকে দ্রুত নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

ট্যাংরায় লোহার গেট চাপা পড়ে ১১ বছরের বালিকার মৃত্যু

নিহত বালিকার নাম সুশীলা হালদার। (প্রতীকী)

Kolkata:

একটি পার্কের লোহার গেট ভেঙে পড়ায় তার তলায় চাপা পড়ে মৃত্যু হল এক ১১ বছরের বালিকার (Girl Dies After Iron Park Gate Falls On Her)। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে কলকাতার ট্যাংরা (Tangra Accident) এলাকায়। এক বর্ষীয়ান পুলিশ আধিকারিক জানিয়েছেন, মেয়েটি ওই গেট বেয়ে ওঠার চেষ্টা করছিল। তখনই আচমকা সেটি ভেঙে পড়ে এবং মেয়েটি তার তলায় চাপা পড়ে যায়। দ্রুত তাকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, সে মারা গিয়েছে। নিহত বালিকার নাম সুশীলা হালদার। ট্যাংরা এলাকার বাসিন্দা সুশীলা। শনিবার বিকেলের ওই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

পথ দুর্ঘটনায় গুরুতর আহত Shabana Azmi

পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘‘গেটটি মেয়েটির শরীরের উপরে পড়ে যাওয়ায় সে ভয়ঙ্কর ভাবে আহত হয়। তাকে দ্রুত নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।''

Molestation Case: কিশোরীর শ্লীলতাহানি মামলায় জামিনে মুক্তি পেয়ে তাঁর মাকে পিটিয়ে মারল অভিযুক্তরা

মেয়েটির দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।করেছে।

.