হাইলাইটস
- সোমবার সকালে ময়দান এলাকার একটি ক্লাবে আগুন লাগে
- সেটি একটি শতাব্দীপ্রাচীন অ্যাথলেটিক ক্লাব
- সব নথি, খেলোয়ারদের পুরষ্কার, সামগ্রী ছাই হয়ে গিয়েছে
কলকাতা: কলকাতার শতাব্দীপ্রাচীন অ্যাথলেটিক ক্লাবে সোমবার সকালে আগুন লাগলো। মধ্য কলকাতার ময়দান এলাকার ওই ক্লাবটি কার্যত একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওয়ারি অ্যাথলেটিক ক্লাবে কী ভাবে আগুন লেগেছিলো সেটা অবশ্য এখনও জানা যায়নি। কলকাতা পুলিশের এক পদস্থ আধিকারিক বলেন, ‘‘সকাল ৫.৩০ নাগাদ আগুনের ঘটনাটি ঘটেছে। দমকলের চারটি ইঞ্জিন পৌঁছয়। ৬.১০ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।''
সপ্তাহের প্রথম দিনেই রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল সেনসেক্স
তিনি জানিয়েছেন, সম্ভবত শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছিলো। তবে এখনও নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। ক্লাবের এক কর্মী আগুনে অল্পবিস্তর জখম হয়েছেন। ‘‘তবে আগুনে ক্লাবের পুরো তাঁবু এবং সব মেডেল ও কাপ, নথিপত্র, খেলোয়াড়দের সামগ্রী, টেলিভিশন পুড়ে ঝামা হয়ে গিয়েছে,'' বলে জানিয়েছেন ক্লাবের জেনারেল সেক্রেটারি প্রবীর চক্রবর্তী।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)