This Article is From Sep 28, 2018

পুণের ভীমা কোরেগাঁওর সংঘর্ষঃ আরও চার সপ্তাহ গৃহবন্দি থাকবেন পাঁচ ধৃত

Koregaon-Bhima Violence: পুণের ভীমা কোরেগাঁওর সংঘর্ষের ঘটনায় গ্রেফতার পাঁচজন আর চার সপ্তাহ গৃহবন্দি হয়ে থাকবেন।

পুণের ভীমা কোরেগাঁওর সংঘর্ষঃ আরও চার সপ্তাহ গৃহবন্দি থাকবেন পাঁচ ধৃত

Koregaon-Bhima Violence: বিশেষ দলকে দিয়ে  এই ঘটনার তদন্ত করার আবেদন খারিজ করেছে  আদালত                     

হাইলাইটস

  • ধৃতরা আরও চার সপ্তাহ গৃহবন্দি হয়ে থাকবেন
  • বিশেষ দলকে দিয়ে এই ঘটনার তদন্ত করার আবেদন খারিজ করেছে আদালত
  • সংঘর্ষের ঘটনার সঙ্গে ধৃতরা যুক্ত বলে মনে করে মহারাষ্ট্র পুলিশ

পুণের ভীমা কোরেগাঁওর সংঘর্ষের (Koregaon-Bhima Violence) ঘটনায় গ্রেফতার পাঁচজন আর চার সপ্তাহ গৃহবন্দি হয়ে থাকবেন। এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে  বিশেষ দলকে দিয়ে  এই ঘটনার তদন্ত করার আবেদন খারিজ করেছে  আদালত। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন ঘটনার  তদন্ত যাতে  কোনও ভাবে বিঘ্নিত না হয় তার জন্য আদালত অন্য কোনও পর্যবেক্ষণ দিচ্ছে না।

অন্যদিকে এই বেঞ্চের আরেক বিচারপতি এ এম খাইউইলকর জানিয়েছেন  বিরোধিতা  এই গ্রেফতারির কারণ নয়।  বিচারপতি চন্দ্রচূড় জানান, পুলিশের আনা অভিযোগের সঙ্গে ধৃতদের যুক্ত করার কোনও ভিত্তি নেই। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন  ভারভারা রাও, অরুণ ফেরিরা, ভারনন গনসালভেস, গৌতম নাভলাকাখা।

গত মাসের 29 তারিখ থেকে তাঁরা গৃহবন্দি হয়ে রয়েছেন।মহারাষ্ট্র পুলিশের অভিযোগ  গত বছরের শেষ দিনে ছড়িয়ে পড়া সংঘর্ষের ঘটনার সঙ্গে  ধৃতরা সরাসরি যুক্ত। অন্যদিকে এই ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করেছে আদালত। আদালত জানায়  সাংবাদিক সম্মেলন করে ধৃতদের কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে ।                    

.