হাইলাইটস
- অপপ্রচারের জন্য রাষ্ট্রসঙ্ঘকে ব্যবহার করছে পাকিস্তান, কুলভূষণের মামলায়
- পাকিস্তানের একটি সেনা আদালত তাঁকে ফাঁসির সাজা দেয়
- বিচারের নামে প্রহসন হয়েছে দাবি করে আন্তর্জাতিক আদালতে আবেদন করে ভারত
নিউ দিল্লি: কাশ্মীরে জঙ্গি হানার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তারই মধ্যে আন্তর্জাতিক আদালতে শুরু হল কুলভূষণ যাদবের মামলা। শুনানিতে ভারতের তরফে দাবি করা হয় অপপ্রচারের জন্য রাষ্ট্রসঙ্ঘকে ব্যবহার করছে পাকিস্তান।
পাকিস্তানের একটি সেনা আদালত ২০১৭ সালের এপ্রিল মাসে তাঁকে ফাঁসির সাজা দেয়। সেই ঘটনায় বিচারের নামে প্রহসন হয়েছে দাবি করে আন্তর্জাতিক আদালতে আবেদন করে ভারত।
আবেদনের পর মে মাসে আদালত পাকিস্তানকে নির্দেশ দেয় সাজা এখনই কার্যকর করা যাবে না। দূতাবাসের সঙ্গে কুলভূষণের যোগযোগ বন্ধ করে দিয়ে আদালত যে ঠিক করেনি সেটাও আদালত জানায়।
তিনি বলেন বিচারের নামে যে প্রহসন হয়েছে তা প্রচার হয়ে যাওয়াতে পাকিস্তান অস্বস্তিতে পড়েছে। পাকিস্তান সব সময় সত্যের অপলাপ করে থাকে। ভারত এই সেনার কোর্টের রায়ের পক্ষে নয়। একই সঙ্গে যাদব জেল জীবন নিয়েও আপত্তি আছে আমাদের।
কুল ভুষণ ভারতীয় নৌ বাহিনীর প্রাক্তন আধকারিক। ভারতের দাবি তাঁকে ২০১৬ সালের ৩ মার্চ ইরান থেকে গ্রেফতার করা হয়। তবে পাকিস্তান প্রথম থেকেই বলে আসছে ভারতের কথা ঠিক নয়। ইরান হয়ে সে দেশে গুপ্তচরের কাজ করতে গিয়েই ধরা পড়ে পাকিস্তান। ভারতের প্রাক্তন সলিসিটার জেনারেল হরিশ সালভে আরও বলেন, কুলভূষণকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত পাকিস্তানকে অনুরোধ করেছিল কিন্তু সেটা মানতে চায়নি পাকিস্তান।
সালভে বলেন, কুলভূষণের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করেছে পাকিস্তান। অথচ বার বার তার প্রমাণ করেছে ভারত।