हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 18, 2019

কুলভূষণ মামলায় পাকিস্তানের ‘উল্টো’ টুইট, কড়া ব্যঙ্গ বিজেপির

ভারতের পক্ষে রায় ছিল ১৫-১। যে একজন বিচারপতি পাকিস্তানের পক্ষে রায় দিয়েছেন তিনি পাকিস্তানের বিচারপতি।

Advertisement
অল ইন্ডিয়া

বিহারের সাংসদ গিরিরাজ সিং একহাত নিয়েছেন পাকিস্তানের মিথ্যাচারকে।

Highlights

  • মৃত্যুদণ্ড স্থগিত পাকিস্তানে বন্দি ভারতীয় কুলভূষণ যাদবের
  • এই নিয়ে টুইটে মিথ্যাচার পাকিস্তানের
  • পাকিস্তানকে এই নিয়ে ব্যঙ্গ বিজেপি নেতা গিরিরাজ সিংহর
নয়াদিল্লি:

পাকিস্তানের জেলে আটক ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবকে (Kulbhushan Jadhav) নিয়ে মামলায় আন্তর্জাতিক আদালতে (International Court of Justice) বড় সাফল্য পেয়েছে ভারত। আন্তর্জাতিক আদালত জানিয়ে দিয়েছে, “পাকিস্তানের তরফে সাজা এবং রায় পুনর্বিবেচনা না করা পর্যন্ত মৃত্যুদণ্ড স্থগিত থাকবে।” এই পরিস্থিতিতে পাকিস্তান সরকারের টুইটার হ্যান্ডলে লেখা হল একেবারে উল্টো কথা। লেখা হল, ‘‘পাকিস্তানের জন্য বড় জয়। কুলভূষণ যাদবের মুক্তি ও প্রত্যয়নের দাবিকে খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক আদালত।'' এই প্রসঙ্গে বিজেপি নেতা গিরিরাজ সিং পাকিস্তানের উদ্দেশে ব্যাঙ্গোক্তি করে টুইট করেন, ‘‘আপনাদের দোষ নয়, ইংরেজিতে রায় শোনানো হয়েছে।''

ভারতের পক্ষে রায় ছিল ১৫-১। যে একজন বিচারপতি পাকিস্তানের পক্ষে রায় দিয়েছেন তিনি পাকিস্তানের বিচারপতি। এমনকী, চিনও ভারতের পক্ষে রায় দিয়েছে। যা আন্তর্জাতিক আঙিনার পক্ষে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

“সত্য ও ন্যায়ের জয় হয়েছে”, কুলভূষণ নিয়ে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর

এই রায়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিক্রিয়া, সত্য ও ন্যায়ের প্রকাশ ঘটেছে। তিনি বলেন, ‘‘আমি নিশ্চিত কুলভূষণ যাদব ন্যায় পাবেন।''

Advertisement

পাকিস্তানকে আবশ্যিকভাবে কুলভূষণের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা করতে হবে, বলল আন্তর্জাতিক আদালত

৪৯ বছরের কুলভূষণকে ২০১৬ সালের মার্চ মাসে গ্রেফতার করে পাকিস্তান। তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হলে ভারত সেই অভিযোগকে উড়িয়ে দিয়েছে। এক বছর পরে পাকিস্তানের সেনা আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেয়।

Advertisement
Advertisement