This Article is From Jul 17, 2019

“সত্য ও ন্যায়ের জয় হয়েছে”, কুলভূষণ নিয়ে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী মোদি(PM Modi) বলেন, ঘটনার ওপর ভিত্তি করে রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত এবং তাঁর সরকার সর্বদাই প্রত্যেক ভারতীয়ের সুরক্ষার জন্য কাজ করবে।

“সত্য ও  ন্যায়ের জয় হয়েছে”, কুলভূষণ নিয়ে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর

Kulbhushan Verdict:ঘটনার ওপর ভিত্তি করে রায় দেওয়ায় আন্তর্জাতিক আদালতকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদি (ফাইল)

নয়াদিল্লি:

বুধবারই কুলভূষণ যাদবকে (Kulbhushan Jadhav) নিয়ে মামলায় আন্তর্জাতিক আদালতে বড় পেয়েছে ভারত। পাক সেনা আদালতের তরফে প্রাক্তন নৌসেনা আধিকারিককে দেওয়া মৃত্যুদণ্ড আবশ্যই পুনর্বিবেচনা করতে বলার পাশাপাশি তাঁকে নয়াদিল্লির সঙ্গে কনস্যুলার অ্যাক্সেস দেওয়া হয়েছে আন্তর্জাতিক আদালতের তরফে। আর তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিক্রিয়া, সত্য ও ন্যায়ের প্রকাশ ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Modi) বলেন, ঘটনার ওপর ভিত্তি করে রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত এবং তাঁর সরকার সর্বদাই প্রত্যেক ভারতীয়ের সুরক্ষার জন্য কাজ করবে। ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Modi) লেখেন, “আজ, আন্তর্জাতিক আদালতের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। সত্য ও ন্যায়ের প্রকাশ ঘটেছে। ঘটনার ওপর ভিত্তি করে রায় দেওয়ার জন্য আন্তর্জাতিক আদালতকে স্বাগত। আমি নিশ্চিত, কুলভূষণ যাদব বিচার পাবেন। আমাদের সরকার সবসময়েই প্রত্যেক ভারতীয়ের সুরক্ষার জন্য কাজ করবে”।

পাকিস্তানকে আবশ্যিকভাবে কুলভূষণের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা করতে হবে, বলল আন্তর্জাতিক আদালত

আন্তর্জাতিক আদালত বলেছে, কুলভূষণের(Kulbhushan Jadhav) মৃত্যুদণ্ড, “পাকিস্তানের তরফে কার্যক্ষেত্রে সাজা এবং রায় পুনর্বিবেচনা না করা পর্যন্ত, মৃত্যুদণ্ড স্থগিত থাকবে”। সামরিক আদালতে কুলভূষণের বিচারের নাম প্রহসনের পর, তাঁকে কনস্যুলার অ্যাক্সেস না দিয়ে, পাকিস্তান ভিয়েনা চুক্তির শর্তাবলী লঙ্ঘন করেছে, ভারতের এই এই যুক্তিতে সহমত প্রকাশ করে আন্তর্জাতিক আদালত।

হেগে রায় পড়ে শোনানোর সময়, বিচারপতি বলেন, “সাজার ওপর স্থগিতাদেশ, যাদবের সাজা এবং রায়দানে নিয়ে, কার্যক্ষেত্রে পুনর্বিবেচনার আবশ্যিক শর্ত”।

আন্তর্জাতিক আদালত বলে, কুলভূষণ যাদবকে(Kulbhushan Jadhav) তাঁর অধিকার সম্পর্কে জানায়নি পাকিস্তান। আদালত জানায়, “কুলভূষণ যাদবের সঙ্গে যোগাযোগ করা, বন্দি অবস্থায় তাঁর সঙ্গে দেখা করা এবং তাঁর জন্য আইনি পদক্ষেপ করা থেকে ভারতকে বঞ্ছিত করেছে পাকিস্তান”।

গ্রেফতার মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সঈদ, পাঠানো হয়েছে জেলে: পাক সংবাদমাধ্যম

১৬-এর মধ্যে ১৫ টি রায় যায় ভারতের পক্ষে। বাকি একজন বিচারপতি ছিলেন পাকিস্তানের। এমনকী, চিনের বিচারপতিও ভারতের পক্ষে রায় দিয়েছেন, যা ইসমালাবাদের কাছে যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ।

২০১৬-এর মার্চে “গুপ্তচরবৃত্তি”র অভিযোগে ৪৯ বছর বয়সী কুলভূষণ যাদবকে(Kulbhushan Jadhav) গ্রেফতার করে পাকিস্তান। সেই অভিযোগ খারিজ করে ভারত। একবছর পর, তাঁকে মৃত্যুদণ্ড দেয় পাক সামরিক আদালত।

.