This Article is From May 25, 2018

ইয়েদুরাপ্পাদের বিরুদ্ধে বিধায়ক কেনার অভিযোগে দূর্নীতি দমন শাখায় কংগ্রেস

আস্থা ভোটের সময় কংগ্রেস অভিযোগ জানিয়েছিল তাদের বিড়ালদের কেনার চেষ্টা করছে বিজেপি

ইয়েদুরাপ্পাদের বিরুদ্ধে বিধায়ক কেনার অভিযোগে দূর্নীতি দমন শাখায় কংগ্রেস

ইয়েদুরাপ্পার নামে উঠলো এবার কংগ্রেসের নেতা কেনা অভিযোগ

হাইলাইটস

  • 6 বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল কংগ্রেস
  • আস্থা ভোটের দিন সকালেই এরকম কয়েকটি অডিও টেপ প্রকাশ করেছিল কংগ্রেস
  • জানা গিয়েছে নিজেদের অভিযোগের সঙ্গে কয়েকটি অডিও টেপ জমা দিয়েছে কংগ্রেস
নিউ দিল্লি: প্রথমে ছাড়তে হয়েছিল মুখ্যমন্ত্রী পদ এবার হয়ত বা পড়তে হবে দুর্নীতি দমন শাখার জেরার মুখে। এক কথায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার বাস্তব পরিস্থিতি এখন এমনটাই। আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পেরে পদ ছাড়তে হয়েছে ইয়েদুরাপ্পাকে। আস্থা ভোটের সময় কংগ্রেস অভিযোগ জানিয়েছিল তাদের বিড়ালদের কেনার চেষ্টা করছে বিজেপি। অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার দুর্নীতি দমন শাখার দ্বারস্থ হল কংগ্রেস। নিজেদের আস্থা ভোটের মাত্র দু'দিন আগে বৃহস্পতিবার কর্নাটকের দুর্নীতিদমন শাখায় বিএস সহ 6 বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল কংগ্রেস। জানা গিয়েছে নিজেদের অভিযোগের সঙ্গে কয়েকটি অডিও টেপ জমা দিয়েছে কংগ্রেস, সেখানে ইয়েদুরাপ্পা থেকে শুরু করে খুন দুর্নীতিতে অভিযুক্ত জনার্দন রেড্ডির কণ্ঠস্বর রয়েছে। আস্থা ভোটের দিন সকালেই এরকম কয়েকটি অডিও টেপ প্রকাশ করেছিল কংগ্রেস। এবার সেই অভিযোগকে সামনে রেখে ইয়েদুরাপ্পা সহ বিজেপি নেতাদের ওপর আরো বেশি করে চাপ বাড়াচ্ছে কংগ্রেস। মোট 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বিএসের ছেলে বিজেন্দ্র, কর্নাটকে বিজেপি দায়িত্বপ্রাপ্ত মুরলীধর রাও, জনার্দন রেড্ডি , বিধান পরিষদের সদস্য বিজে পুট্টিস্বামী,  বিধায়ক শ্রীরামালুর নামে অভিযোগ দায়ের হয়েছে।  এখনও পর্যন্ত এ ব্যাপারে দুর্নীতি দমন শাখার তরফে কোনও ব্যবস্থা নেওয়া না হলেও আগামী দিনে তারা সক্রিয় হয় উঠলে চাপ বাড়বে ইয়েদুরাপ্পাদের ওপর । এই মাসের বারো তারিখ ভোট হয় দ্রাবিড়ভূমে। ভোটের ফলে দেখা যায় একক বৃহত্তম দল বিজেপি কিন্তু তারাও সরকার গড়তে প্রয়োজন যাদু সংখ্যার থেকে কিছুটা দূরে রয়েছে।  এমতাবস্থায় মূখ্যমন্ত্রী পদে শপথ নেন ইয়েদুরাপ্পা। আর তারপর থেকেই বিধায়ক কেনার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠছে।

.