This Article is From Feb 24, 2019

কুম্ভমেলায় গিয়ে কী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কুম্ভমেলায় প্রতিবার স্নান করতে বহু পুণ্যার্থীর সমাগম হয় গঙ্গা, যমুনা, সরস্বতী, নদীর সংযোগস্থলে। জনসমাগমের নিরিখে জায়গাটি পরিস্কার রাখাটাই বড় চ্যালেঞ্জ।

সম্মানপ্রাপকদের পা ধুয়ে এবং মুছিয়ে দেন প্রধানমন্ত্রী।(ফাইল ছবি)

নিউ দিল্লি:

প্রয়াগরাজের সঙ্গমে কুম্ভমেলায় “সাফাইকর্মচারী”দের সমামান প্রদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।মেলা প্রাঙ্গনকে পরিস্কার পরিচ্ছ্ন্ন রাখতে “স্বচ্ছ কুম্ভ, স্বচ্ছ আবহার” সম্মাননা প্রদান করা হয়।

কুম্ভমেলায় প্রতিবার স্নান করতে বহু পুণ্যার্থীর সমাগম হয় গঙ্গা, যমুনা, সরস্বতী, নদীর সংযোগস্থলে। জনসমাগমের নিরিখে জায়গাটি পরিস্কার রাখাটাই বড় চ্যালেঞ্জ।

প্রধানমন্ত্রী বলেন, “২০,০০০ এরও বেশী ডাস্টবিন, ১ লাখ টয়লেট...ভাবা যায়, কতটা কঠোর পরিশ্রম করেছেন “সাফাইকর্মী”রা”।

সাফাইকর্মীদের কর্মযোগী বলে মন্তব্য করে তিনি বলেন, “এই সাফাইকর্মচারীরা আমার ভাই এবং বোন, যাঁরা তাড়াতাড়ি ওঠেন, দেরীতে ঘুমাতে যান, সবাই এলাকাকে পরিষ্কার করছেন।তাঁরা কোনও প্রশংসা চান না, কিন্তু নীরবে কাজ করে চলেছেন”।

.