தமிழில் படிக்க Read in English
This Article is From Mar 04, 2019

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল প্রয়াগরাজের কুম্ভ মেলার

জানুয়ারির ১৪ তারিখ উৎসব শুরু হয়ে ৪ মার্চ শেষ হচ্ছে। শেষ দিন রয়েছে মহা শিবরাত্রি উপলক্ষে ষষ্ঠ ‘শাহি স্নান’।

Advertisement
অল ইন্ডিয়া

Highlights

  • গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল কুম্ভ মেলার
  • ভিড় সামলানো, পরিচ্ছন্নতা ও নিকাশির নিরিখে নাম উঠেছে
  • শিবরাত্রির দিন অর্থাৎ আজ অনুষ্ঠিত হবে ‘শাহি স্নান’
নিউ দিল্লি:

২০১৯ সালের প্রয়াগরাজের কুম্ভ মেলা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেললো। ভিড় সামলানো, পরিচ্ছন্ন নিকাশি, পাবলিক সাইটে রং করা প্রভৃতির নিরিখে গিনেস বুকে নাম উঠেছে বলে রবিবার দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে।

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের একটি তিন সদস্যের দল প্রয়াগরাজ পরিদর্শনে গিয়েছিল। ফেব্রুয়ারির ২৮ থেকে ৩ মার্চ পর্যন্ত চার দিনব্যাপী তারা পুরো ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

‘নিরপেক্ষতার' অভাবে ইউনিসেফের শুভেচ্ছাদূতের পদ থেকে প্রিয়াঙ্কা চোপড়ার অপসারণের দাবি

ফেব্রুয়ারির ২৮ তারিখ থেকে প্রায় ৫০৩টি শাটল বাস হাইওয়ে দিয়ে চলেছে। প্রায় ১০০০ কর্মী কুম্ভ এলাকার সাফাইয়ে নিযুক্ত ছিলেন। সকলেই নিজেদের কাজ সুচারূভাবে করেছেন, বলে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

Advertisement

জানুয়ারির ১৪ তারিখ উৎসব শুরু হয়ে ৪ মার্চ শেষ হচ্ছে। শেষ দিন রয়েছে মহা শিবরাত্রি উপলক্ষে ষষ্ঠ ‘শাহি স্নান'।

এর আগেও পাঁচটি শাহি স্নান অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রায় ২২ কোটি পূণ্যার্থী পবিত্র স্নান সারতে ডুব দিয়েছেন বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

Advertisement
Advertisement