দল জিতেছে। তিনি নিজেও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে আমেঠী থেকে হারিয়ে জিতেছেন। সদ্য দায়িত্ব পেয়েছেন নারী-শিশুকল্যাণ মন্ত্রক এবং বস্ত্রের (Minister of Women and Child Development and Textiles)। স্বাভাবিক ভাবেই মন ভালো রয়েছে স্মৃতি ইরানির (Smriti Irani)। তারই ছাপ পড়ল ইনস্টাগ্রামে। স্মৃতির ইনস্টা ম্যানিয়া সবার জানা। আর নিজেকে নিয়ে ভীষণ ভালো রসিকতা করতে পারেন। আজ সকালেই ফুরফুরে মন নিয়ে পুরনো একটি ছবি পোস্ট করেছেন তিনি। পাশাপাশি পোস্ট করেছেন এখনকার ছবি। তার তলায় মজাদার মন্তব্য, "কী ছিলাম...কী হয়ে গেছি... ("Kya se kya ho gaye dekhte dekhte)।" শেষে একটি স্মাইলি!
এই বুদ্ধিদীপ্ত রসিকতার জন্যই ইনস্টা মহল্লায় যথেষ্ট জনপ্রিয় স্মৃতি। ইতিমধ্যেই আজকের পোস্ট করা ছবিটি ভালো লেগেছে ৫ লক্ষ ফলোয়ার্সের। পুরনো ছবিতে মন্ত্রীর পাশে দেখা যাচ্ছে বিজেপি সাংসদ দর্শনা জারদোসকে (BJP MP Darshana Jardosh)।
পুরনো ছবিটি বেশ কয়েক বছরের পুরনো। চলতি বছরের মার্চ মাসে এটি অনলাইনে পোস্ট করেন শ্রীমতী জারদোস। তারপরেই আজ সেটি পোস্ট করেন স্মৃতি।
দেখুন সেই ছবি:
ছবিটি অনলাইনে আসার পরেই লাইক পেয়েছে ৪৮,০০০। মন্তব্যে উপচে পড়েছে কমেন্ট বক্স।
কেউ বলেছেন, "নিজেকে নিয়ে রসিকতা করার ক্ষমতা সবার থাকে না। আপনি সেটা পারেন। তাই আপনাকে এত ভালো লাগে।" আবার কারোর মতে ছবিটি. "খুব ভালো!"
প্রায়ই নিজেকে নিয়ে এরকমই মজা করেন স্মৃতি ইরানি (Ms Irani')। অভিনয় দুনিয়া থেকে রাজনীতির আঙিনায় পা রাখার পর স্মৃতি-কথায় মেগা 'কিঁউ কি শাস ভি কভি বহু থি'-র ছবি পোস্ট করেছিলেন। এই ধারাবাহিকের সৌজন্যএই স্মৃতির জনপ্রিয়তা পৌঁছে গেছিল ঘরে ঘরে।