This Article is From Oct 16, 2019

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে নিহত শ্রমিক: সংবাদ সংস্থা পিটিআই

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে নিহত শ্রমিক। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে।

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে নিহত শ্রমিক: সংবাদ সংস্থা পিটিআই
নয়াদিল্লি:

বুধবার জম্মু ও কাশ্মীরের (J&K) পুলওয়ামায় (Pulwama) ছত্তিশগড়ের এক শ্রমিককে হত্যা করল জঙ্গিরা (Terrorist Attack)। দু'দিন আগেই সোপিয়ানে এক ট্রাক ড্রাইভারকে গুলি করে খুন করেছিল জঙ্গিরা। তারপরই আবারও ঘটল জঙ্গি হানা। সূত্রানুসারে, জঙ্গিরা বাইরের রাজ্য থেকে জম্মু ও কাশ্মীরে আসা শ্রমিকদের ‘টার্গেট' করছে। এইভাবে আতঙ্কের সৃষ্টি করাই তাদের পরিকল্পনা। জম্মু ও কাশ্মীরের পুলিশের তরফে একটি টুইট করে জানানো হয়েছে, ‘‘জঙ্গিরা এক অসামরিক ব্যক্তিকে হত্যা করেছে পুলওয়ামার কাকপোরায়। এলাকাকে ঘিরে রেখে তল্লাশি চলছে। পরবর্তী বিশদ বিবরণ পরে জানানো হচ্ছে।'' এর আগে সোমবার একই ভাবে জঙ্গির গুলিতে প্রাণ হারিয়েছিলেন এক ব্যক্তি। তিনি এক ফলের বাগান থেকে ফল নিয়ে যাচ্ছিলেন। এই পরিস্থিতিতে জঙ্গিরা তাঁর গাড়িকে বেছে নেয়। পুলিশ সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

গত ৫ আগস্ট পোস্টপেড মোবাইল সংযোগ বিচ্ছিন করা হয়েছিল জম্মু ও কাশ্মীরে। ওই সময়ই কেন্দ্র দু'টি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করে— সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস' তুলে নেওয়া এবং রাজ্যকে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা।

"আমরা ওয়াক আউট করব": অযোধ্যা শুনানির পরিপ্রেক্ষিতে বললেন প্রধান বিচারপতি

সোমবারের জঙ্গি হানার দুই অভিযুক্ত জঙ্গির একজন পাকিস্তানের নাগরিক ছিল বলে পুলিশ জানিয়েছে।

গত সপ্তাহে, কাশ্মীরের শ্রীনগরে এক বাজার এলাকায় গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। বেশ কয়েকজন আহত হয় ওই হামলায়। এর আগে অনন্তনাগে গ্রেনেড হামলায় ১৪ জন আহত হন। 

"অনেক হয়েছে", আজ সন্ধে ৫ টায় শেষ অযোধ্যার দৈনিক শুনানি, জানালেন প্রধান বিচারপতি

দেখুন ভিডিও

.