পরিশুদ্ধ পানীয় জল ও শৌচালয়ের দাবিতেও সোচ্চার হয় ছাত্ররা।
মুর্শিদাবাদ: শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ অব্যাহত এই রাজ্যে। গতকাল, শনিবার, মুর্শিদাবাদের একটি কলেজের কয়েকজন পড়ুয়া কলেজে শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি এবং ন্যূনতম পরিকাঠামোর তথৈবচ দশা নিয়ে ডেপুটেশন জমা দিতে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে।
হরিহরপাড়ার হাজি এ.কে খান কলেজ তারপর সাক্ষী হয় এক ভয়াবহ অশান্তির। “অন্তত একশো থেকে দেড়শোজন ছাত্র শিক্ষকদের অনিয়মিত উপস্থিতির বিরুদ্ধে ডেপুটেশন জমা দিতে আসে কলেজে। এছাড়া, পরিশুদ্ধ পানীয় জল ও শৌচালয়ের দাবিতেও সোচ্চার হয় তারা”, জানান হরিহরপাড়া থানার এক অফিসার।
তিনি বলেন, “প্রাথমিকভাবে পড়ুয়ারা আটক শিক্ষকদের কলেজ চত্বর থেকে কোনওভাবেই বেরোতে দিতে রাজি হচ্ছিল না। পরে অনেক আলাপ আলোচনা এবং পুলিশ ও অন্যান্য পক্ষের হস্তক্ষেপের পর উভয়পক্ষই একটি সিদ্ধান্তে আসে। তারপরই পড়ুয়ারা শিক্ষকদের পথ ছেড়ে দেয়”।