This Article is From Jul 04, 2020

লাদাখবাসী বলেছিলেন চিন অনুপ্রবেশ করছে, শোনেনি সরকার: রাহুল গান্ধি

শুক্রবার এক ভিডিও টুইট করেছিলেন রাহুল গান্ধি। সেই ভিডিওতে দেখা গিয়েছে, লাদাখবাসীদের অভিযোগ চিন তাঁদের জমি দখল করেছে

লাদাখবাসী বলেছিলেন চিন অনুপ্রবেশ করছে, শোনেনি সরকার: রাহুল গান্ধি

লাদাখবাসীর স্বার্থ নিশ্চিত করেনি সরকার। অভিযোগ রাহুল গান্ধির।

নয়াদিল্লি:

চিনা অনুপ্রবেশ নিয়ে লাদাখবাসী সতর্কবার্তা দিয়েছিল। কিন্তু উপেক্ষা করা হয়েছিল সেই বার্তা। ফের ইন্দো-চিন সংঘাত (Indo-China standoff) নিয়ে সরকারকে কাঠগড়ায় তুললেন রাহুল গান্ধি। শনিবার কংগ্রেস সাংসদ (Rahul Gandhi) টুইটে লেখেন, "দেশপ্রেমী লাদাখবাসী চিনের অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছিলেন। বারবার সতর্ক করেছিলেন। কিন্তু ওদের কথা শোনা হয়নি। উপেক্ষা করা হয়েছিল। এভাবে স্থানীয়দের উপেক্ষা করার কড়া মূল্য চোকাতে হবে।" শুক্রবার এক ভিডিও টুইট করেছিলেন রাহুল গান্ধি। সেই ভিডিওতে দেখা গিয়েছে, লাদাখবাসীদের অভিযোগ চিন তাঁদের জমি দখল করেছে। সেই ভিডিও প্রসঙ্গ টেনে রাহুল লিখেছিলেন, লাদাখবাসী বলছেন চিন অনুপ্রবেশ করেছে, প্রধানমন্ত্রী বলেছেন করেনি। কেউ তো মিথ্যা বলছে! এদিন আবার রাহুলের টুইট, "অনুগ্রহ করে স্থানীয়দের কথা শুনুন।"

grl4lg9

কংগ্রেস নেতা রাহুল গান্ধির টুইট: 

চিনা অনুপ্রবেশ ও নির্মাণ নিয়ে দু'দেশের কূটনৈতিক স্তরে উত্তেজনা বেড়েছে। ১৫ জুন গালোয়ানে দু'দেশের বাহিনী সংঘাতে জড়ায়। ভারতীয় তরফে ২০ জন জওয়ান শহিদ হয়েছেন। চিনের তরফে হতাহত প্রায় ৪৫ জন। এমনটাই প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর। 

ভিডিও: চিন নিয়ে রাহুলের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুললেন অমিত শাহ

.