Lakshmi Puja 2019: লক্ষ্মীপুজোয় বাজার দর আকাশ ছোঁয়া
কলকাতা: প্রতিবারে দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতে দোরগোড়ায় চলে আসে গৃহস্থ বাঙালির আরেক ঘরের পুজো কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা (Lakshmi Puja 2019)। এবছর শনিবার মাঝরাত অর্থাৎ রাত ১২টা থেকে পূর্ণিমা লাগছে। ছাড়বে রবিবার রাত ১টায়। অনেকটা সময় হাতে পাওয়ায় আজ সকাল থেকেই বাড়িতে বাড়িতে শুরু হয়েছে লক্ষ্মীপুজোর বাজার। কিন্তু পুজোর রেশ না কাটায় সবজি থেকে ফুল-ফল-মিষ্টির দাম আকাশছোঁয়া (Market Price)। দাম বেড়েছে প্রতিমারও।
পুজোর আগে অতিবৃষ্টির কারণে এবছরের পুজোতেও সবজি এবং ফলের বাজার অগ্নিমূল্য। সেই ছোঁয়া রয়েছে লক্ষ্মীপুজোতেও। কলকাতার একাধিক জনপ্রিয় বাজার সূত্রে খবর, আলু (চন্দ্রমুখী) ১৫ টাকা, বেগুন ৮০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, কুমড়ো ৩০ টাকা। ফুলকপি জোড়া (ছোট) ৫০ টাকা, ফুলকপি জোড়া (বড়) ১০০ টাকা, পটল ৪০ টাকা, গাজর, ১০০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, আদা কেজি ২২০ টাকা, লঙ্কা কেজি ১২০ টাকা, সিম ১০০ টাকা, ঝিঙে ৬০ টাকা, বিনস ১৫০ টাকা। ফলের মধ্যে আপেল ১০০ টাকা কেজি। কমলালেবু এবং মুসম্বি লেবু পার পিস ২০ টাকা করে। শসা ৮০ টাকা কিলো। ন্যাসপাতি, পেয়ারা ১০০ টাকা করে কিলো। আঙুর ৩০০ টাকা। বেদানা ১৮০ টাকা, পানিফল ১০০ টাকা, মর্তমান কলা ১ ডজন ৬৫ টাকা, কাঁটালি কলা ১ ডজন ৪০ টাকা।
একই অবস্থা ফুলের বাজারেও। গাঁদা ফুলের বড়ো মালা ৫০ টাকা পিস। ছোট ৩০ টাকা। রজনীগন্ধা দিয়ে গাঁথা গাঁদার ছোট মালা ১০ টাকা করে। জবার মালা ১০ টাকা ছোট। বড়ো মালার দাম ২৫ টাকা থেকে শুরু। ১০৮ জবার মালার দাম আরও বেশি। মালার সঙ্গে খুচরো ফুল নিতে গেলে মালা ছাড়া আলাদা করে দিতে হবে ৫০ টাকা। পদ্মের দাম পার পিস ২০ টাকা।
চলে আসুন দশকর্মার দোকানে। যে চাঁদমালা গতবছর ৩ টাকায় বিক্রি হয়েছে এবছর তার দাম ১০ টাকা থেকে শুরু। আকারে বাড়লে দামেও বাড়বে। ধানের প্যাকেট ১০ টাকা, ধানের শিস ১০ টাকা, কড়ি প্রতি পিস ৫ টাকা, মোমবাতি ছোট ১০ টাকা করে। ফর্দ মিলিয়ে সমস্ত উপকরণ কিনতে খরচ পড়বে কম করে ৩০০ টাকা।
মিষ্টি ছাড়া পুজো অসম্পূর্ণ। সেখানেও হাত ছোঁয়াতে গেলে ছ্যাঁকা খাচ্ছে বাঙালি। সন্দেশের দাম শুরুই হচ্ছে ১২ টাকা থেকে। অন্যসময় ৬ টাকা, ৮ টাকার মিষ্টি পুজোয় উধাও বাজার থেকে। বদলে রমরমিয়ে বিক্রি হচ্ছে ২০, ২৫, ৩০, ৪০, ৫০ টাকা দামের মিষ্টি। এই দাম কিন্তু প্রতি পিসের। একটু নামি দোকান থেকে ভালো মিষ্টি কিনতে গেলেই দাম গুণতে হচ্ছে আরও বেশি। মিষ্টি দই কিলো ২০০ টাকা। টক দই ২২০ টাকা।
বাকি প্রতিমা। সেখানেও আগুনে দাম। গতবছর যে প্রতিমা বিক্রি হয়েছে ১০০ টাকায় এবছর সেই প্রতিমার দাম ১৫০। খুব ছোট প্রতিমার দাম ১০০ টাকা। প্রতিমার আকার একটু বড় হলেই দাম ছুঁচ্ছে ২৫০ টাকা। শাড়ি, গয়না, মুকুট পরানো প্রতিমার দাম কম করে ৫০০ টাকা। ডাকের সাজের প্রতিমার দাম ৮০০ টাকা থেকে শুরু। বারোয়ারি পুজোর প্রতিমার দাম শুরুই হচ্ছে ১,৫০০ টাকা থেকে।
Click for more
trending news