This Article is From Jun 12, 2018

লালুর 71-তম জন্মদিনঃ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বর সঙ্গে শুভেচ্ছাবার্তা নীতিশ, মমতা, রাহুলেরও

টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, "শুভ জন্মদিন লালুজি। আপনার সুস্বাস্থ্য ও আনন্দ কামনা করি"।

Advertisement
অল ইন্ডিয়া

জন্মদিনে শুভেচ্ছা পেলেন লালু রাজনৈতিক নেতাদের থেকে

পাটনা: আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের 71-তম জন্মদিন উপলক্ষে আজ সারা দেশ থেকেই বহু নেতা অভিনন্দন জানান তাঁকে। যাঁরা অভিনন্দন জানান, তাঁদের মধ্যে বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও ছিলেন। স্বাস্থ্যের কারণে পাটনা আদালত গত 11 মে থেকে তাঁর ছ'সপ্তাহের জামিন মঞ্জুর করার পর থেকেই পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হওয়া লালুপ্রসাদ যাদব নিজের বাসভবনেই রয়েছেন। 

"লালুপ্রসাদ জি'কে জন্মদিনের অনেক শুভেচ্ছা। শুভকামনা রইল তাঁর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্যের জন্যও"। একটি টুইট করে আজ সকালে এই কথা লেখেন নীতিশ কুমার। 

রাহুল গান্ধীও জন্মদিন উপলক্ষে অভিনন্দন জানান লালুপ্রসাদকে।

Advertisement
তিনি নিজের টুইটে বলেন, "লালুপ্রসাদ যাদবকে তাঁর জন্মদিনের অজস্র শুভেচ্ছা। সর্বদা তাঁর সুস্বাস্থ্য, সাফল্য ও সুখমণ্ডিত জীবন কামনা করি"।

টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, "শুভ জন্মদিন লালুজি। আপনার সুস্বাস্থ্য ও আনন্দ কামনা করি"।

Advertisement
বিভিন্ন রাজনৈতিক দলের বহু  নেতাও জন্মদিন উপলক্ষে স্বাগত জানান লালুকে। তাঁদের মধ্যে ছিলেন কংগ্রেসের নেতা অশোক গেহলত, এনসিপির শরদ পাওয়ার, কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়া, প্রাক্তন জনতা দল ইউনাইটেড সভাপতি শরদ যাদব প্রমুখ।

(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement