This Article is From Aug 24, 2018

লালুপ্রসাদের প্যারলের সময়সীমা বাড়ানোর আবেদন খারিজ

লালুপ্রসাদের প্যারলের সময়সীমা বাড়ানোর আবেদন খারিজ

লালুপ্রসাদের প্যারলের সময়সীমা বাড়ানোর আবেদন খারিজ

RJD chief Lalu Yadav has been convicted in several cases linked to the Bihar fodder scam

পাটনা:


খারিজ হয়ে গেল পশুখাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের প্যারলের সময়সীমা বাড়ানোর আবেদন। ওই সময়সীমা আরও তিন মাস বাড়ানোর আবেদন করেছিলেন লালুপ্রসাদ। ঝাড়খণ্ড হাইকোর্ট তাঁর সেই আবেদন খারিজ করে দেয় আজ। 30 অগাস্টের মধ্যে তাঁকে কারাগারে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

চিকিৎসার কারণ দেখিয়ে ওই সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছিলেন লালুপ্রসাদ। ঝাড়খণ্ড আদালতের তরফে 30 অগাস্টের আগে তাঁকে সিবিআই কোর্টে সারেন্ডারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সময়মতো যেন তাঁকে চিকিৎসা জনিত পরিষেবা দেওয়া হয়, রাজ্য সরকারকে সেই নির্দেশ দিয়েছে আদালত।
 

 

.