শ্রীনগর হাসপাতাল থেকে ধৃত জঙ্গি
শ্রীনগর: শ্রীনগর হাসপাতাল থেকে ধরা পড়ল Lashkar-e-Taiba-র এক জঙ্গি। শনিবার সকালে এই খবর জানিয়েছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। খবর, উত্তর কাশ্মীরের বান্দিপোর জেলার হাজিন অঞ্চল গা ঢাকা দিয়ে ছিল সন্ত্রাসবাদী Nisar Ahmad Dar। চিরুনি তল্লাশি চালানোর সময় শ্রী মহারাজা হরি সিং হাসপাতাল থেকে ধরা পড়ে সে।
"দিল্লিতেও হামলার ছক কষেছিলেন ইরানের নিহত জেনারেল সোলেইমানি": ট্রাম্প
বিস্তারিত খবর আসছে....