This Article is From Oct 16, 2018

স্থানীয় দলগুলির বয়কটের মাঝেই উপত্যকায় শেষ দফার পুরসভার ভোট আজ

স্থানীয় দলগুলির বয়কটের  মাঝেই আজ উপত্যকায় শেষ  দফার  পুরসভার ভোট হচ্ছে। তবে বয়কটের কারণে 132টির জায়গায় মাত্র  ভোট হচ্ছে মাত্র  37  টি কেন্দ্রে।

কাশ্মীরের নির্বাচনী ইতিহাসে এত কম ভোট আগে  কখনও পড়েনি।

হাইলাইটস

  • বয়কটের মাঝেই আজ উপত্যকায় শেষ দফার পুরসভার ভোট হচ্ছে
  • 132টির জায়গায় মাত্র ভোট হচ্ছে মাত্র 37 টি কেন্দ্রে
  • গত তিন দফার মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে তৃতীয় দফায়
নিউ দিল্লি:

স্থানীয় দলগুলির বয়কটের  মাঝেই আজ উপত্যকায় শেষ  দফার  পুরসভার ভোট হচ্ছে। তবে বয়কটের কারণে 132টির জায়গায় ভোট হচ্ছে মাত্র  37  টি কেন্দ্রে।  13 বছর বাদে উপত্যকায় পুরসভা ভোট হচ্ছে। তবে কয়েক মাস আগে  পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকা মেহেবুবা মুফতির  পিপলস ডেমোক্রিটিক পার্টি এবং ওমর  আব্দুল্লার ন্যাশনাল কনফারেন্স এই নির্বাচনকে গণতন্ত্রের প্রহসন বলে  ব্যাখ্যা করেছে।  

বহু কেন্দ্রে প্রার্থীর সংখ্যা মাত্র একজন। তাই সেখানে লড়াই  হচ্ছে  না।  একজনও প্রার্থী না থাকায় বহু ওয়ার্ড  খালি  পড়ে রয়েছে।  এর আগে তিন দফায় ভোট  হয়েছে। তাতে গড়ে 41 শতাংশ ভোট  পড়েছে।  কাশ্মীরের নির্বাচনী ইতিহাসে এত কম ভোট আগে  কখনও পড়েনি। এর মধ্যে তৃতীয় দফার নির্বাচনে সবচেয়ে  কম 16 শতাংশ ভোট পড়েছে। 

তবে জম্মুতে ভোটের হার বেশ ভাল। সূত্র বলছে তৃতীয়  দফায় প্রায়  81.4 শতাংশ ভোট পড়েছে।  একটি পরিসংখ্যান বলছে, জম্মুর  সাম্বা জেলায় 82 শতাংশ ভোট পড়েছে  আর  সেখানে  অন্ততনাগে   পড়েছে 3.2  শতাংশ ভোট। শ্রীনগরে  ভোট  দানের হার মাত্র 1.8 শতাংশ। উত্তর কাশ্মীরের বারামুলায় অবশ্য ভোট পড়েছে  প্রায়  75.3 শতাংশ। অশান্তির  আশঙ্কায় 400 কোম্পানি আধা সামরিক বাহিনী  মোতায়েন করা  হয়েছে।

কিন্তু এই  বয়কটের কারণ কী ? বিরোধী পিডিপি বা এন সি এর জন্য কেন্দ্রের বিজেপি সরকারকেই দায়ী করেছে।  কেন্দ্র সংবিধানের 35A ধারা তুলে দিতে  চাইছে। সাত দশক আগে থেকে এই ধারার বলে  বেশ কিছু বিশেষ  সুবিধা  পেয়ে আসছেন কাশ্মীরের বাসিন্দারা। তাছাড়া এর জোরেই   বাইরে  থেকে কেউ এসে কাশ্মীরে  জমি বা সম্পত্তি কিনতে  পারে  না।                     

.