This Article is From Sep 29, 2019

‘‘প্রধানমন্ত্রী মোদির আমলে দেশের ভাবমূর্তি বদলেছে’’: লতা মঙ্গেশকর

কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) প্রধানমন্ত্রীকে বলেন, ‘‘আপনি আসার পর ভারতের ছবিটা বদলাচ্ছে। আমার খুব ভাল লাগে।''

‘মন কি বাত’-এর (Mann Ki Baat) শুরুতে প্রধানমন্ত্রী কিংবদন্তি গায়িকার কথা বলেন, যিনি শনিবার ৯০-এ পা দিলেন।

নয়াদিল্লি:

ভারতের ভাবমূর্তি বদলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) আমলে। কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) গত সপ্তাহে ফোনে প্রধান‌মন্ত্রীকে একথা জানান তাঁর আমেরিকা সফরের আগে। এদিন ‘মন কি বাত'-এর (Mann Ki Baat) শুরুতে প্রধানমন্ত্রী কিংবদন্তি গায়িকার কথা বলেন, যিনি শনিবার ৯০-এ পা দিলেন। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে লতা মঙ্গেশকরের কথোপকথনের রেকর্ড শোনানো হয় ওই অনুষ্ঠানে। তার আগে নরেন্দ্র মোদি তাঁর টুইটে লতা মঙ্গেশকর সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি লেখেন, ‘‘ওঁর প্রতি আমাদের সকলেরই বিপুল শ্রদ্ধা। দেশের ইতিহাসের বিভিন্ন পর্বের সাক্ষী তিনি।'' তিনি লতা মঙ্গেশকরকে ‘দিদি' বলে সম্বোধন করেন। প্রধানমন্ত্রী জানান, গত সপ্তাহে আমেরিকায় যাওয়ার আগে তিনি তাঁকে টেলিফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানান।

‘‘সামরিক শাসন পাকিস্তানের ঐতিহ্য'': পাকিস্তানকে আক্রমণ ভারতের

তিনি এও বলেন, সাধারণত এই ধরনের ব্যক্তিগত কথোপকথনের ব্যাপারে তিনি সকলকে জানান না।

ওই টেলিফোন-কথোপকথনে শোনা যাচ্ছে মোদি বলছেন, ‘‘প্রণাম। আমি আপনাকে ফোন করলাম কারণ আপনার জন্মদিনের সময় আমি বাইরে থাকব। আমি ভাবলাম দেশ ছাড়ার আগে আপনাতে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি আপনার সুস্বাস্থ্য কামনা করি। এবং প্রার্থনা করি যেন আমরা আশীর্বাদ আমাদের উপরে থাকে।''

চিন-পাকিস্তান অবৈধ অর্থনৈতিক করিডোর প্রসঙ্গ তুলে চিনকে মোক্ষম জবাব ভারতের

লতা মঙ্গেশকর বলেন, তিনি এই ফোনের কথা জানার পর থেকেই উত্তেজিত। তিনি প্রধানমন্ত্রীর আশীর্বাদ চাইলে নরেন্দ্র মোদি তাঁকে বলেন, তিনি বয়সে ছোট। এরপর লতা মঙ্গেশকর বলেন, ‘‘মানুষ তাঁর বয়সের সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়। কিন্তু যাঁরা নিজেদের কাজের মাধ্যমে বড়‌ হন, তাঁদের আশীর্বাদ পাওয়া ভাল ব্যাপার।''

তিনি প্রধানমন্ত্রীকে বলেন, ‘‘আপনি আসার পর ভারতের ছবিটা বদলাচ্ছে। আমার খুব ভাল লাগে।''

পরে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি খুব খুশি হয়েছিলাম যখন আপনি বলেছিলেন আপনার মা একজন গুজরাতি।'' প্রজন্মের পর প্রজন্মকে অনপ্রাণিত করার জন্য তিনি লতা মঙ্গেশকরের প্রশংসা করেন।

এপিসোডটি সম্প্রচারিক হয় প্রধানমন্ত্রী দেশে ফেরার পর। প্রধানমন্ত্রী আমেরিকা সফর প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘২০১৪ সালে জেতার পরও আমি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। কিন্তু এবার, আমি লক্ষ করলাম ভারতের প্রতি ওদের দৃষ্টিভঙ্গিতে বর পরিবর্তন এসেছে। ভারতের প্রতি তাদের শ্রদ্ধা বৃদ্ধির প্রধান কৃতিত্ব ১৩০ কোটি ভারতের।''

ভিডিও দেখুন

.