This Article is From Aug 08, 2019

বৃহস্পতিবার মরণোত্তর ভারত রত্ন সম্মানে ভূষিত হবেন সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকা

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং মরণোত্তর সমাজকর্মী নানাজি দেশমুখকেও এই সম্মাননা দেওয়া হবে। 

বৃহস্পতিবার মরণোত্তর ভারত রত্ন সম্মানে ভূষিত হবেন সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকা

বৃহস্পতিবার মরণোত্তর ভারত রত্ন সম্মানে ভূষিত হবেন সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকা

কলকাতা:

দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্নে (Bharat Ratna) ভূষিত হতে চলেছেন অসমের সঙ্গীতশিল্পী তথা সুরকার ভূপেন হাজারিকা (Bhupen Hazarika)। বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind) প্রয়াত ওই সঙ্গীতশিল্পীকে সম্মান জানাবেন। প্রখ্যাত ওই গায়ক, একজন প্রশংসিত কবি এবং চলচ্চিত্র নির্মাতা, ১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন এবং ৫ নভেম্বর, ২০১১ সালে তাঁর মৃত্যু হয়। ভূপেন হাজারিকা (Bhupen Hazarika) পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সর্বাধিক জনপ্রিয় ছিলেন এবং অসম ও উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি এবং লোক সংগীতকে হিন্দি সিনেমাতেও প্রয়োগ করেন তিনি। ভূপেন হাজারিকা সুধাকণ্ঠ নামে জনপ্রিয় ছিলেন, যার ইংরাজি অর্থ হল নাইটিংগেল। প্রয়াত সঙ্গীতশিল্পী তাঁর জীবদ্দশায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পদ্মশ্রী, দাদা সাহেব ফালকে পুরষ্কার, পদ্ম বিভূষণ  সহ আরও অনেক সম্মানে সম্মানিত হন।

ভূপেন হাজারিকার মরণোত্তর ভারতরত্ন ‘সস্তা রোমাঞ্চ'! সম্মান প্রত্যাখ্যান পরিবারের

তিনি (Bhupen Hazarika) তাঁর ব্যারিটোন কণ্ঠের মাধ্যমে রোমান্টিক গান থেকে শুরু করে সামাজিক এবং রাজনৈতিক ভাষ্য সম্পর্কিত নানান সংগীত তৈরির জন্য বিখ্যাত ছিলেন। তাঁর অসমীয়া সংগীতের মধ্যে কয়েকটি জনপ্রিয় সৃষ্টি যা শ্রোতারা এখনও উপভোগ করেন তার মধ্যে রয়েছে ''বিস্টিরনো পারোর'' (বিস্তীর্ণ দুপারে) "মই এতি জাজাবো" (আমি এক যাযাবর) ''গঙ্গা মোর মা'' (গঙ্গা আমার মা) ।

দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন প্রণব মুখোপাধ্যায়, নানাজি দেশমুখ এবং গায়ক ভূপেন হাজারিকা

রাষ্ট্রপতি ভবন থেকে গত ২৫ জানুয়ারি থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে ভারতরত্নে (Bharat Ratna) ভূষিত হওয়া ব্যক্তিত্বদের নাম ঘোষণা করা হয়, এতে আরও বলা হয়, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং মরণোত্তর সমাজকর্মী নানাজি দেশমুখকেও এই সম্মাননা দেওয়া হবে। 


 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.