Thursday December 19, 2024
চীনের পর এবার ভারত সহ বিশ্বের বাজারে OnePlus নিয়ে আসতে চলেছে OnePlus 13। তবে কোম্পানি এখনও পর্যন্ত কোনো তারিখ নিশ্চিত করেনি কিন্তু ইতিমধ্যেই এটির লঞ্চের তারিখ ও আরও অন্যান্য বিবরণগুলি ফাঁস হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে যে, চীনে OnePlus 13-এর যে সংস্করণটি উপলব্ধ আছে, ভারত সহ বিশ্ব বাজারেও সেই একই বৈশিষ্ট্যসম্পন্ন স্মার্টফোন পাওয়া যাবে