একজন আবার বিরিয়ানিকে ওভাররেটেড বলে দাগিয়ে দিয়েছেন
হাইলাইটস
- টুইটারের সাম্প্রতিক ট্রেন্ড ‘আনপপুলার’ মেমে
- একজন অন্যকে কোনও বিষয়ে বিপরীত মন্তব্যের জন্য আহ্বান জানায়
- অনেকেই বিরিয়ানিকে ওভাররেটেড খাবার বলেছেন
‘আনপপুলার ওপিনিয়ন' (Unpopular Opinions) মেমে দেখেছেন নিশ্চয়ই? টুইটার (Twitter) জুড়ে তো আপাতত তারই দাপট। এর প্রেক্ষাপট খুবই সাধারণ। এক ব্যক্তি অন্য জনকে কোনও একটি বিতর্কিত বা একেবারে বিপরীত মেরুর বিষয়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবেন। এ ভাবে একটি কথোপকথন শুরু হয়। কিন্তু গোল বেঁধেছে এই ‘আনপপুলার ওপিনিয়ন'- মাঝেমধ্যেই বাদী ও বিবাদী দু'পক্ষের মধ্যে এমন বিতর্ক লাগিয়ে দিচ্ছে যে তা থেকে যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং যখন একজন ইউজার অন্যজনকে তাদের দেশি খাবারের বিষয়ে ‘আনপপুলার' মতামত জানাতে বলবেন, খুব স্বাভাবিক যে কথোপকথন উত্তপ্ত হয়ে উঠবেই। লোকজন এ নিয়ে প্রচুর টুইট করছে। জিলিপি, বিরিয়ানি এমনকি ধোসা পর্যন্ত মন্তব্যের আর কথোপকথনের ভারে জেরবার হয়ে যাচ্ছে।
‘মায়ের গয়না বন্দক রাখতে হচ্ছে' দাবি জেটের পাইলটদের
দেখুন তেমনই বেশ কিছু টুইটার কথোপকথন এখানে:
কয়েকজন ব্যক্তি মিষ্টি সম্পর্কে নিজেদের অনীহা অপছন্দের কথা জানিয়েছিলেন:
এক ব্যক্তি আবার বিরিয়ানির তুলনায় পোলাওকে অনেক বেশি পছন্দসই বলে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন:
অন্য একজন আবার বিরিয়ানিকে ওভাররেটেড বলে দাগিয়ে দিয়েছেন:
এক টুইটার ব্যবহারকারী লিখেছে উত্তর ভারতের খাবারগুলি সবই আদতে ওভাররেটেড।
এ তো সবে শুরু। তারপরে বাকিরা একে একে নানা ভারতীয় খাবারের ছবি শেয়ার করে মতামত জানিয়েছেন।
মথুরা থেকে লড়ার দ্বিতীয় সুযোগ হেমা মালিনীর, কঠোর পরিশ্রমের প্রতিশ্রুতি
এমনকী এই তালিকার নাম তুলে ফেলে অত্যন্ত সাধারণ একটি পদ রায়তা-ও যথেষ্ট মন্তব্য পেয়ে গিয়েছে।
বাদ যায়নি ফল-সবজি এমনকি আঞ্চলিক বিভিন্ন পদও।
তা হলে আপনি কোন ‘আপপুলার' মন্তব্যের সঙ্গে একমত হলেন? আমাদের লিখে জানান নীচের মন্তব্য বিভাগে।
Click for more
trending news