Monday August 17, 2020
ফেসবুক "কারও রাজনৈতিক অবস্থান বা কোন দল এসব বিবেচনা না করেই বিদ্বেষমূলক বক্তব্যের (hate speech) প্রচার রুখতে নিজেদের নীতিমালা কার্যকর করে", মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনের জবাবে জানালো ওই সংস্থা (Facebook)। ওই প্রতিবেদনে এমন দাবি করা হয় যে, শাসক দল বিজেপির (BJP) নেতা ও কর্মীদের আপত্তিকর এবং বিদ্বেষমূলক বক্তব্যের বিষয়গুলোর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি ফেসবুক।