Edited by Divyanshu Dutta Roy | Wednesday July 29, 2020
করোনা ভাইরাসে (Coronavirus) সংক্রমিত মানুষে ছেয়ে গেছে গোটা মহারাষ্ট্র। প্রতিদিনই আরও মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন সেখানে, বিশেষত বাণিজ্য নগরী মুম্বইয়ে (Mumbai)। কারণটা কী? এই সম্বন্ধে জানতে মুম্বইয়ের প্রায় ৭,০০০ জনকে নিয়ে একটি চিকিৎসা সমীক্ষায় দেখা গেছে যে, শহরাঞ্চলে প্রতি ৬ জনের মধ্যে একজন করে করোনা সংক্রমিত হয়েছেন, অর্থাৎ সংক্রমণের হার প্রায় ১৬ শতাংশ। কিন্তু বস্তি এলাকায়, যেখানে লক্ষ লক্ষ মানুষ সাধারণত একই শৌচাগার ভাগ করে, সেখানে এই সংক্রমণের সংখ্যা বেড়ে ৫৭ শতাংশে এসে দাঁড়িয়েছে, যা ভয়ঙ্কর।