This Article is From Jul 13, 2018

শিশু পাচারের সঙ্গে মিশনারিজ অফ চ্যারিটির যোগকে অবিশ্বাস্য বললেন সীতারাম

মিশনারিজ খুবই জনপ্রিয় সংস্থা। মতাদর্শগত ফারাক থাকলেও আমরা এই সংস্থাকে সম্মান করি।  যে অভিযোগ প্রকাশ্যে এসেছে তা অবিশ্বাস্য।

শিশু পাচারের সঙ্গে মিশনারিজ অফ চ্যারিটির যোগকে অবিশ্বাস্য বললেন সীতারাম

আগে এ ব্যাপারে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

কলকাতা:

শিশু  পাচার চক্রের সঙ্গে ঝাড়খণ্ডের মিশনারিজ অফ চ্যারিটির নাম জড়ানোর পর থেকে শুরু হয়েছে তুমুল বির্তক।  এক সিস্টার গ্রেফতার হওয়ার পর মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধী দলগুলি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পর এবার মুখ খুললেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।  অভিযোগকে অবিশ্বাস্য আখ্যা  দিয়ে তিনি বলেন, আইন আইনের পথে চলবে কিন্ত অভিযোগ প্রমাণ  হওয়ার আগে সন্ন্যাসিনীকে হেনস্থা করা বা তাঁকে গ্রেফতার করা উচিত নয়।  আদর্শগত ফারাক থাকলেও মিশনারিজ অফ চ্যারিটির প্রতি তিনি শ্রদ্ধাশীল।            

সাংবাদিকদের ইয়েচুরি বলেন, ' মিশনারিজ খুবই জনপ্রিয় সংস্থা। মতাদর্শগত ফারাক থাকলেও আমরা এই সংস্থাকে সম্মান করি।  যে অভিযোগ প্রকাশ্যে এসেছে তা অবিশ্বাস্য।  তবে আইন তার নিজের কাজ করুক।  গোটা ব্যাপারটা তদন্ত করে দেখা হোক।  দোষ  প্রমাণ না হওয়া  পর্যন্ত কাউকে হেনস্থা করা বা গ্রেফতার করা অনুচিত।  ' সিপিএম সাধারণ সম্পাদকের আগে এ ব্যাপারে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।  কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন মমতা। বলেছিলেন, মাদারের নিজের হাতে তৈরি সংস্থাকেও নিশানা করছে কেন্দ্রের বিজেপি সরকার।  তাঁর নামকে কলুষিত করাই  বিজেপির লক্ষ্য।

কয়েকদিন আগে প্রকাশ্যে আসে এক চাঞ্চল্যকর অভিযোগ।  মিশনারিজের সংস্থা নির্মল হৃদয়তে শিশু পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে জনতা পারে পুলিশ।  শুরু হয় তদন্ত। পুলিশের দাবি তাতে দেখা যায়, প্রায় 280টি শিশুর জন্ম সংক্রান্ত তথ্য পাওয়া যাচ্ছে না। এরপর মিশনারিজের সিস্টার ও এক প্রবীণ কর্মীকে গ্রেফতার করে পুলিশ।  আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর।        



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.