অনুসন্ধানপর্ব শেষ হওয়ার পর রিপোর্ট জমা পড়লেই তা জানানো হবে সংবাদমাধ্যমকে।
নিউ দিল্লি: মঙ্গলবার সকালেই আচমকা সংসদ ভবনে ফিরে এসেছিল ২০১১ সালের সেই অভিশপ্ত ডিসেম্বর মাসের স্মৃতি। সেদিন সংসদ ভবনে গাড়ি নিয়ে এসে হামলা করেছিল পাঁচ জঙ্গি। পরে গুলির লড়াইয়ে তাদের পাঁচজনেরই মৃত্যু হয়। আজ যদিও তেমন কিছু ঘটেনি। সংবাদসংস্থা এএনআই জানায়, এক সাংসদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সংসদ ভবনের ভিতরে ঢোকার সময় ভবনের ভিতরে রাখা ব্যারিকেডে সজোরে আঘাত করে। তারপরই কয়েক মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে সংসদ চত্বরে। অনুসন্ধানের পর আসল ব্যাপারটি জানতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সকলেই। গাড়িটি কংগ্রেসের মণিপুরের সাংসদ থোকচোম মেইন্যার বলে জানিয়েছে সংবাদসংস্থা।
পুলিশ জানিয়েছে কেন এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে তারা। অনুসন্ধানপর্ব শেষ হওয়ার পর রিপোর্ট জমা পড়লেই তা জানানো হবে সংবাদমাধ্যমকে।