কয়েক মাস আগে গোটা দেশকে নাড়িয়ে দেয় কাঠুয়া কাণ্ড ।
জম্মু: ছিলেন আট বছরের শিশুকে গণধর্ষণ করে খুনের ঘটনার মূল অভিযুক্তর আইনজীবী । হলেন রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল! কয়েক মাস আগে গোটা দেশকে নাড়িয়ে দেয় জম্মু –কাশ্মীরের কাঠুয়ার গণধর্ষণ ও খুনের ঘটনা। সেই মামলায় মূল অভিযুক্তর আইনজীবী ছিলেন অসীম সানওয়ে । এবার তাঁকেই রাজের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল করা হল। রাজ্যপালের শাসনে থাকা উপত্যকার এমন ঘটনায় প্রতিক্রিয়া এসেছে সব মহল থেকেই। সরকারি পদ পাওয়ায় মামলা থেকে সরে দাঁড়িয়েছেন অসীম ।
বিজেপি সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় জম্মু ও কাশ্মীরে চলছে রাজ্যপাল শাসন। জুন মাসে সরকার থেকে সমর্থন তুলে নেয় কেন্দ্রের শাসক দল। অন্য কোনও দল সরকার গঠনের জায়গায় না থাকায় রাজ্যপাল শাসন জারি হয়। আর তার মাস খানেকের মধ্যেই ঘটল এমন একটা ঘটনা।
রাজ্যপাট খুইয়েই বিজেপিকে নিশানা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি। এবার ফের সরব হলেন তিনি । টুইটে মেহেবুবা লেখেন বিশ্ব ন্যায়বিচার দিবসে একটা দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত নেওয়া হল। যিনি গণধর্ষণ ও খুনে অভিযুক্তর পক্ষে দাঁড়িয়ে ছিলেন তাঁকে পুরস্কার দিয়ে ন্যায়বিচাররে মূলে আঘাত করা হয়েছে। এই ধরনের কাজে ধর্ষকরা উৎসাহিত হবে। রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানাচ্ছি। তাঁর আগে রাজের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা ওমর আব্দুল্লা বলেন এই পদক্ষেপ ভয়ের সঞ্চার করেছে। তবে নির্যাতিতার পক্ষে যিনি লড়ছেন তিনি যদি এই সিদ্ধান্তে প্রভাবিত না হন তাহলে আমাদের উচিত তাঁর সঙ্গে থাকা। ছোট্ট মেয়েটি যাতে ন্যায় বিচার তা দেখা আমদের সবার দায়িত্ব।
এমনিতেই ঘটনার পর অভিযুক্তদের পক্ষে দাঁড়িয়েছিলেন অনেকে। খোদ দুই প্রাক্তন মন্ত্রী পথে হেঁটেছিলেন অভিযুক্তদের পক্ষে। তারপর আরও নানা রকম ঘটনা ঘটে। তদন্তভার যায় সিবিয়আইইয়ের হাতে । আপাতত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিজকারিকারাই তদন্ত চালাচ্ছনে। কিন্ত উপত্যকায় এই মামলার শুনানি সম্ভব নয় বলে মনে করে সুপ্রিম কোর্ট । নির্যাতিতার পরিবারের আবেদনের ভিত্তিতে আদালত বলে শুনানি হবে পাঞ্জাবের পাঠানকোটে।
এই মামলায় নির্যাতিতার হয়ে লড়াই করছেন দীপিকা সিং রাওয়াত। তাঁকে মামলা ছেড়ে দেওয়ার জন্য চাপও দেওয়া হয়। তবু সিদ্ধান্ত বদলাননি দীপিকা । আর এখন তিনি বলছেন কে কোন পদ পেলেন তা নিয়ে না ভেবে আমরা মামলায় মননিবেশ করেছি।