This Article is From Jul 13, 2019

ভার নিতে পারছে না সেতু, বিপজ্জনক হয়ে পড়ায় বন্ধ হৃষিকেশের লক্ষ্মণ ঝুলা

লক্ষ্মণ ঝুলা ১৯২৩ সালে হৃষিকেশের গঙ্গা নদীর উপর নির্মিত হয়েছিল, লক্ষ্মণ ঝুলা হৃষিকেশ তীর্থযাত্রীদের এবং পর্যটকদের কাছে আকর্ষণের একটি প্রধান কেন্দ্র

ভার নিতে পারছে না সেতু, বিপজ্জনক হয়ে পড়ায় বন্ধ হৃষিকেশের লক্ষ্মণ ঝুলা

লক্ষ্মণ ঝুলাটি ১৯২৩ সালে হৃষিকেশের গঙ্গা নদীর উপর নির্মিত হয়েছিল

দেরাদুন:

হৃষিকেশের (Rishikesh) গঙ্গা নদীর উপর অবস্থিত ঐতিহাসিক 'লক্ষ্মণ ঝুলা' (Lakshman Jhula) শুক্রবার (১২ জুলাই) থেকে বন্ধ করে দেওয়া হল (Lakshman Jhula closed)। বিশেষজ্ঞরা মনে করছেন যে ওই সেতুটি আর ভার বহন করতে পারছে না। এলাকার প্রশাসনির আধিকারিকরাই এই তথ্য জানিয়েছেন। অতিরিক্ত সচিব ওম প্রকাশ বলেন, বিশেষজ্ঞদের একটি দল সেতুটির (Lakshman Jhula bridge) সাম্প্রতিক অবস্থা খুঁটিয়ে দেখে সেটি বন্ধ করে দেওয়ার প্রস্তাব দেন। তাঁরা (বিশেষজ্ঞরা) মনে করছেন যে সেতুটির বেশিরভাগই অংশই বর্তমানে 'খুব দুর্বল' হয়ে পড়েছে, বা 'ভেঙে পড়ার মতো অবস্থায়'  রয়েছে। এই লক্ষ্মণ ঝুলাটি ১৯২৩ সালে হৃষিকেশের গঙ্গা নদীর উপর নির্মিত হয়েছিল,এতদিন পর্যন্ত লক্ষ্মণ ঝুলা হৃষিকেশ তীর্থযাত্রীদের এবং পর্যটকদের কাছে আকর্ষণের একটি প্রধান কেন্দ্র ছিল। প্রকাশ জানিয়েছেন বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে এই সেতুটির উপর সব ধরণের যাতায়াত অবিলম্বে বন্ধ করা উচিত (Lakshman Jhula bridge in Rishikesh closed) , কেননা এই সেতুটি আর অসংখ্য মানুষের ভার নেওয়ার মতো ক্ষমতায় নেই।

অসমের বন্যায় মৃত ৬,ক্ষতিগ্রস্ত ৮ লক্ষেরও বেশি মানুষ,ফুঁসছে ব্রহ্মপুত্র

তিনি বলেন, লক্ষ্মণ ঝুলায় সাম্প্রতিক কালে মানুষের আনাগোনা বেড়ে গেছে এবং এর ফলে এটি এখন একদিকে বেশি ঝুলে গেছে। বিশেষজ্ঞদের মতে এই সেতু ব্যবহার বর্তমানে ঝুঁকিপূর্ণ হতে পারে। আর একথা মনে রেখেই লক্ষ্মণ ঝুলা বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সেতুটি তিহরি জেলার তপোবন গ্রামকে নদীর পশ্চিম তীরের পাউড়ি জেলার সঙ্গে যুক্ত করে।

এবার ফ্রি হতে চলেছে এই ধরণের অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা

কথিত আছে যে, মহাকাব্য রামায়ণের একটি গুরুত্বপূর্ণ চরিত্র লক্ষ্মণ একসময় পাটের দড়ির সাহায্যে এই জায়গায় সেতু তৈরি করে গঙ্গা নদী পার হয়েছিলেন।

এই লক্ষ্মণ ঝুলাতে 'গঙ্গা কি সৌগন্ধ', 'সন্ন্যাসী' এবং জনপ্রিয় গোয়েন্দা ধারাবাহিক 'সিআইডি' -রও শুটিং করা হয়েছে।

.