হরিণের পিঠে চেপে বানরের ঘুরে বেড়ানোর ভিডিও ভাইরাল।
হাইলাইটস
- এক বানরকে দেখা গিয়েছে একটি হরিণের পিঠে চড়ে ঘুরে বেড়াতে
- সেই ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- অনলাইনে এখনও পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ২৮,০০০ বার
একটা মজাদার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে। সেই ভিডিওয় এক বানরকে দেখা গিয়েছে একটি হরিণের পিঠে চড়ে ঘুরে বেড়াতে (Monkey Hitches A Ride On Deer's Back)! হয়তো সারা দিনের ঘোরাঘুরিতে ক্লান্তি। কিংবা এমনিই তার হাঁটতে ইচ্ছে করছিল না। যে কোনও কারণেই হোক বানরটি অবলীলায় উঠে বসেছিল হরিণের পিঠে। একেবারে নিঃশব্দে। তারপর ওইভাবেই চুপ করে সে পড়েছিল হরিণটার পিঠে। এমন মজাদার ভিডিও দেখে খুশি নেটিজেনরা। ভারতীয় বন বিভাগের আধিকারিক সুশান্ত নন্দ টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, একদল বানর রাস্তার ধারে বসে রয়েছে। তাদেরই একজন, সামান্য অলস প্রকৃতির একজন কিঞ্চিৎ দূরে বসে রয়েছে। তখনই তার পাশে হাঁটতে হাঁটতে আসে এক হরিণ। তাকে দেখেই মাথায় আইডিয়া খেলে যায় বানরটির। সে সটান উঠে পড়ে হরিণটির পিঠে।
লকডাউন শেষে কারখানা খোলার আনন্দে চুম্বন প্রতিযোগিতা! সোশ্যালে বিক্ষোভ
ভিডিওয় দেখা গিয়েছে সে দিব্যি বহাল তবিয়তে বসে রয়েছে হরিণটির পিঠে। এমনকী, হরিণটি ঘাস খাওয়ার জন্য খানিক দাঁড়ালেও সে পিঠেই বসে থাকছে অম্লান চিত্তে।
দেখে নিন সুশান্ত নন্দর শেয়ার করা ভিডিওটি:
অনলাইনে শেয়ার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ২৮,০০০ বার। লাইক পড়েছে ২,৬০০। জমা পড়েছে অসংখ্য কমেন্ট।
লকডাউনে মর্নিং ওয়াকে বিরল প্যাঙ্গোলিন? পাচারের আগেই উদ্ধার
তবে অতীতেও গবেষকরা বানরদের এমন কাণ্ডের সাক্ষী থেকেছেন। বহু সময়ই বানরদের এভাবে হরিণের পিঠে চড়ে বসতে দেখা গিয়েছে। জাপানের ইয়াকুশিমা দ্বীপে সিকা হরিণের পিঠে এভাবেই চড়ে বসে জাপানি ম্যাকাকিউ বানর।
আপনার কেমন লাগল ভিডিওটি? নীচে কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার মতামত। :
Click for more
trending news