This Article is From Feb 11, 2019

চিটফান্ড কেলেঙ্কারির প্রতিবাদ, গ্রেফতার ৫৯ কংগ্রেস কর্মী

ধৃত কংগ্রেস কর্মীদের আদালতে তোলা হলে ৩০০ টাকা ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন মঞ্জুর করেন বিচারক কেয়া সরকার।

চিটফান্ড কেলেঙ্কারির প্রতিবাদ, গ্রেফতার ৫৯ কংগ্রেস কর্মী

আব্দুল মান্নানের অভিযোগ, আত্মরক্ষার্থে কলকাতা পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদে সিবিআইকে বাধা দিচ্ছেন মুখ্যমন্ত্রী।(ফাইল চিত্র)

চিটফান্ড কেলেঙ্কারির “তদন্ত ধীর গতিতে” হওয়ার অভিযোগ তুলে ধর্মতলায় মেট্রো চ্যানেলে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার ৫৯ জন কংগ্রেস কর্মী, তাঁদের মধ্যে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানও।এই মেট্রো চ্যানেলেই রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে ধরনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ধৃত কংগ্রেস কর্মীদের আদালতে তোলা হলে ৩০০ টাকা ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন মঞ্জুর করেন বিচারক কেয়া সরকার।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অনুমতি না থাকায় প্রথমে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ থামাতে বলা হয়, তবে না শোনায় জমায়েত ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করতে বাধ্য হয় পুলিশ, গ্রেফতার করা হয় আব্দুল মান্নান, রোহন মিত্র সহ কংগ্রেস নেতা কর্মীদের।

কলকাতা পুলিশ-সিবিআই সংঘাত: স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পাঠালেন রাজ্যপাল

সারদা চিটফান্ড কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার শহরের প্রাণকেন্দ্র ধর্মতলার মেট্রো চ্যানেলে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস।প্রতারিত আমানতকারীদের টাকা ফেরৎ-এর ব্যবস্থারও দাবি জানান তাঁরা। সারদাকাণ্ডে জড়িত তৃণমূল নেতা এবং দোষীদের গ্রেফতারে দীর্ঘসূত্রতা অভিযোগ তুলে স্লোগান দেন কংগ্রেস কর্মীরা।

বিক্ষোভ সমাবেশে প্রদেশ কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন, “চিটফান্ডে সারাজীবনের সঞ্চয় হারিয়েছেন লক্ষাধিক মানুষ।কিন্তু তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক বোঝাপড়ার কারণে সিবিআই তদন্ত গতি পাচ্ছে না”।

তৃতীয় দিনে পড়ল মমতার ‘সত্যাগ্রহ', এরই মধ্যে আজ সিবিআইয়ের মামলা শুনবে সুপ্রিম কোর্ট, ১০টি তথ্য

বিরোধী দলনেতা আব্দুল মান্নানের অভিযোগ, আত্মরক্ষার্থে কলকাতা পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদে সিবিআইকে বাধা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন, প্রতারিত আমানতকারী, যারা নিজেদের সঞ্চয় হারিয়েছেন, তাঁদের সম্পর্কে মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন নন।

সারদা এবং রোজভ্যালি কাণ্ডের তদন্তে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে হানা দেয় সিবিআই। তার প্রতিবাদে ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি, “সংবিধান রক্ষা”র দাবিতে মেট্রো চ্যামেলে ধরনায় বসেন মুখ্যমন্ত্রী। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.