Read in English
This Article is From Jan 26, 2020

সরকারি চাকরির জন্য অসমে দশম শ্রেণি পর্যন্ত অসমিয়া বাধ্যতামূলক হচ্ছে: হিমন্ত বিশ্ব শর্মা

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্যের মন্ত্রিসভা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সমস্ত মাধ্যমের স্কুলে অসমিয়া ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা জানান।

Highlights

  • সরকারি চাকরির জন্য দশম শ্রেণি পর্যন্ত অসমিয়া পড়া বাধ্যতামূলক হচ্ছে অসমে
  • একথা জানান অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
  • তিনি সংবাদমাধ্যমকে জানান, অসমের প্রায় সর্বত্রই এই নিয়ম প্রযোজ্য হবে।
গুয়াহাটি, অসম:

অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) শনিবার জানিয়ে দিলেন, দশম শ্রেণি পর্যন্ত যাঁরা অসমিয়া পড়েছেন (Learning Assamese Till Class 10), কেবল তাঁরাই রাজ্য সরকারের চাকরির (Assam Government Jobs) আবেদন করতে পারবেন। তিনি সংবাদমাধ্যমকে জানান, অসমের প্রায় সর্বত্রই এই নিয়ম প্রযোজ্য হবে। তবে তিনটি বারাক উপত্যকার জেলা এবং বোরোল্যান্ড স্বায়ত্তশাসিত জেলাগুলিকে এর বাইরে রাখা হয়েছে। সেখানে বাংলা ও বোরো ভাষার ক্ষেত্রে এই নিয়ম প্রয়োজ্য হবে। তিনি বলেন, রাজ্যের মন্ত্রিসভা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সমস্ত মাধ্যমের স্কুলে অসমিয়া ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার। তিনি আরও জানান, এই নতুন আইন প্রণয়নের জন্য বাজেট অধিবেশনের সময় এই সংক্রান্ত একটি বিল পেশ করা হবে বিধানসভায়।

শিক্ষামন্ত্রী আরও বলেন, তাঁর দুই সন্তান রাজ্যের বাইরে থাকে। তারা স্কুলে অসমিয়া না শিখতে পারার দরুণ তারাও রাজ্য সরকারের চাকরির জন্য আবেদন করতে পারবে না।

তিনি জানিয়েছেন, প্রায় ৩,০০০ কোটি খরচ করা হবে এই নতুন আইন প্রয়োগ করার জন্য। প্রাথমিক পর্যায়ে প্রায় ১৫,০০০ শিক্ষকের পদ তৈরি করা হবে। মাধ্যমিক স্তরে তৈরি করা হবে ৮,০০০ পদ। আগামী ছ'মাসের মধ্যে ওই সব পদে শিক্ষক নিয়োগ করা হবে।

Advertisement

উচ্চশিক্ষার ক্ষেত্রে, ৩০টি নতুন কলেজ নির্মিত হবে। এবং ৯০০ শিক্ষক ও অ-শিক্ষক পদ তৈরি করা হবে।

তিনি বলেন, ‘‘৪২,০০০ শিক্ষক কাজ করছেন সর্বশিক্ষা অভিযানে।''

Advertisement

তিনি আরও জানান রাজ্য সরকার প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের চারটি করে ইউনিফর্ম দেওয়া হবে। পাশাপাশি প্রথম বারের জন্য নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের দুই সেট করে ইউনিফর্ম দেওয়া হবে।

এরই পাশাপাশি চা বাগান এলাকার ১০০টি হাইস্কুল তৈরি করা এবং বহু কলেজে বিজ্ঞান শাখার খোলার কাজও আগামী ছ'মাসের মধ্যে করা হবে বলেও জানান তিনি। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement