This Article is From Dec 19, 2019

নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে রাজ্যে মিছিল বাম দলের

মিছিলের শুরুতে সূর্যকান্ত মিশ্র সংবাদমাধ্যমকে জানান, ‘‘এটাই সময় দেশকে ভাগ করার বিজেপির ভয়ঙ্কর গেমপ্ল্যানকে নষ্ট করার।’’

নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে রাজ্যে মিছিল বাম দলের

রামলীলা ময়দান থেকে শুরু হয়ে দু’কিমি পর্যন্ত গিয়ে পার্ক সার্কাসে শেষ হয় মিছিল।

দেশজুড়ে নাগরিকত্ব (সংশোধনী) আইন (CAA) ও প্রস্তাবিত এনআরসির (NRC) প্রতিবাদে সামিল হয়ে মিছিল বের করল রাজ্যের সিপিআই(এম) (CPIM) বৃহস্পতিবার। মিছিলের অগ্রভাগে ছিলেন সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআই নেতা স্বপন বন্দ্যোপাধ্যায়, আরএসপি নেতা মনোজ চক্রবর্তীর মতো নেতারা। রামলীলা ময়দান থেকে শুরু হয়ে দু'কিমি পর্যন্ত গিয়ে পার্ক সার্কাসে শেষ হয় মিছিল। কেন্দ্রীয় সরকারের নতুন কেন্দ্রীয় আইন ও প্রস্তাবিত এনআরসির প্রতিবাদে মুখর ছিল মিছিল। ‘‘ভারত ধর্মনিরপেক্ষই থাকবে'' বা ‘‘কোনও সম্প্রদায়ের প্রতি বৈষম্য করা যাবে না'' ইত্যাদি নানা দাবি তুলে স্লোগান দেন মিছিলকারীরা। বিভিন্ন বামপন্থী সংগঠন থেকে সদস্য-কর্মীরা এসে যোগ দেন মিছিলে।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ নিয়ে বৈঠক করবেন অমিত শাহ

মিছিলের শুরুতে সূর্যকান্ত মিশ্র সংবাদমাধ্যমকে জানান, ‘‘এটাই সময় দেশকে ভাগ করার বিজেপির ভয়ঙ্কর গেমপ্ল্যানকে নষ্ট করার। বামফ্রন্ট দেশের একতা ও ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখতে সবকিছু করতে প্রস্তুত।''

নাগরিকত্ব আইন নিয়ে ১০ টি শহরে বিক্ষোভের সুনামি, দিল্লি-বেঙ্গালুরুতে আটক কমপক্ষে ৩০

তিনি সমালোচনা করেন রাজ্যের শাসক দলেরও। রাজ্যে সাম্প্রদায়িক শক্তিকে ডানা মেলবার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে দায়ী করেন তিনি। তিনি দাবি করেন, বাম আমলে রাজ্য শান্তিপূর্ণ ছিল।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.