This Article is From Aug 15, 2018

স্বাধীনতা দিবসে বামেদের মানব শৃঙ্খল

মানব শৃঙ্খল তৈরি করে স্বাধীনতা দিবস উদযাপন করল বামেরা।  কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় পালিত হল কর্মসূচি।

Advertisement
অল ইন্ডিয়া
কলকাতা:

মানব শৃঙ্খল তৈরি করে স্বাধীনতা দিবস উদযাপন করল বামেরা।  কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় পালিত হল কর্মসূচি।   মানব শৃঙ্খলে অংশ নিয়ে  স্বাধীনতা সংগগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন  বাম নেতা কর্মীরা। রীতি মেনে শপথ বাক্যও পাঠ করলেন তাঁরা।         

মধ্য কলকাতার এন্টালি বাজার এলাকায় সবচেয়ে বড় মানব শৃঙ্খল রচিত হল। তাতে অংশ নিলেন রামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে বিভিন্ন নেতারা। উপস্থিত  ছিলেন বামফ্রন্টের শরিক দলের নেতারাও। শুধু এন্টালি নয় শ্যামবাজার, যাদবপুর, খিদিরপুর থেকে শুরু করে বেহালাতেও হয় মানব শৃঙ্খল।

এন্টালিতে নেতা ও কর্মীরা একে অপরের হাত ধরে দাঁড়ান। পাশাপাশি বলতে থাকেন, ভারতীয় হিসেবে শপথ নিচ্ছি, এই স্বাধীনতার জন্য যাঁদের প্রাণ গিয়েছে তাঁদের আত্মত্যাগ আমি ব্যর্থ হতে দেব না।  মার্কিন সাম্রাজ্যবাদকে পরাজিত করব। যে কোনও  মূল্যে দেশের গণতন্ত্র  এবং অখন্ডতাকে রক্ষা করবো।

Advertisement
Advertisement