This Article is From Dec 11, 2019

ভিন্ন ধারার একাধিক চরিত্র নিয়ে পদ্মিনী দত্ত শর্মার নতুন বই, লেজিটিমেটলি ইললেজিটিমেট

এই উপন্যাসটির প্রকাশনা ও ডিস্ট্রিবিউটের দায়িত্বে রয়েছে আমাজন। পৃথিবীর পায় বেশীরভাগ প্রান্তেই এই বইটি পাওয়া যাচ্ছে

ভিন্ন ধারার একাধিক চরিত্র নিয়ে পদ্মিনী দত্ত শর্মার নতুন বই, লেজিটিমেটলি ইললেজিটিমেট

তাঁর ১০ নম্বর বই লেজিটিমেটলি ইললেজিটিমেট বা বৈধভাবে অবৈধ তে রয়েছে একাধিক চরিত্র

নয়াদিল্লি:

অনেক সময়েই আমরা মানুষের বিচার করি তার বাইরের আবভাব, চালচলন, পোশাক পরিচ্ছদ দেখে। তাঁর অন্তরের সৌন্দর্য প্রায়ই সমাজে অবহেলিত হয়। প্রত্যেকটি মানুষই তাঁর নিজের মতো করে লড়াই করে নিজের অস্তিত্ত্ব বা তাঁর কর্মধারা টিকিয়ে রাখার চেষ্টা করেন। সেই চিন্তাধারাই ঠাঁই পেয়েছে লেখক পদ্মিনী দত্তশর্মার লেখনিতে। তাঁর মতে, অন্যের বিষয়ে মতামত বা তাঁকে নিয়ে বিশ্লেষণ করায় বিরত থেকে নিজের কাজে মনোযোগ দেওয়া এবং তার উত্তরণ ঘটানোই বেশী ফলপ্রসূ হয় মানুষের জীবনে। পদ্মিনীর দত্ত শর্মার বক্তব্য,  যে কাউকেই তার বাইরে টা দেখে বিচার করা ওচিত নয়, কারুর সাজ পেশাক কিংবা চেহারা তার চরিত্রের মাপকাঠী হতে পারেনা। এই বইটিতে অনেক গুলি চরিত্র আছে, প্রতেকেই তাদের নিজেদের লড়াই তাদের নিজের নিজের পরিস্থিতি  অনুযায়ী অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, অনেক প্রতিকুল পরিস্থিতির মধ্যে দিয়ে লড়ে যাচ্ছে। লেখিকা বলতে চেয়েছেন যে আমাদের কারুরি অন্যদের ব্যপারে মতামত ব্যক্ত করা বা বিশ্লেষণ করার কোনও অধিকার নেই সুতরাং সেগুলি থেকে বিরত থেকে বরং নিজেদের চরকায় তেল দেওয়া টা বেশী ফলপ্রশু হতে পারে।

তাঁর ১০ নম্বর বই লেজিটিমেটলি ইললেজিটিমেট বা বৈধভাবে অবৈধ তে রয়েছে একাধিক চরিত্র। যাঁরা প্রত্যেকেই নিজগুণে স্বকীয়। যেমন, অহনা, তাঁকে সবাই খারাপ মেয়ে বলে মন্তব্য করে, তবে মাতৃস্নেহ থেকে বঞ্ছিত হওয়ার বেদনা ফল্গু ধারা মতোই তাঁর ভিতরে বয়ে চলে। ভেঙে যায় একের পর এক সম্পর্ক, তবুও সে যেন উত্তর খুঁজে বেড়ায় দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে। আরেকটি চরিত্র রিয়া, তার দেওয়া এক মনিষীর খোঁজে অহনা যায়, তবে ফিরে আসা আশাহত হয়ে। যত আশা ছিল, সবই ভেঙে যায়। নিজের পালক বাবা-মায়ের কাছে ফিরে আসে সে। ভেঙে পড়ে কান্নায়। খুব সহজ সাবলীলভাবে লেখিকা প্রতিটি চরিত্র তুলে ধরেছেন অত্যন্ত সহজভাবে।

অন্যদিকে, রিয়া ঠিক যখন একটি পিতৃ পরিচয়হীন সন্তানের জন্ম দেওয়ার জন্য প্রস্তুত হয়, তখনই তার জীবনে নেমে আসে এক আকস্মিক কালো অতীতের ছায়া। কী ঘটেছিল, কলকাতা থেকে দুবাই যাওয়ার পথে? পদ্মিনী দত্তশর্মা মনেপ্রাণে বিশ্বাস করেন, প্রত্যেককে যার যার নিজ কর্মফল ভোগ করতে হয়, তার থেকে কারও কোনও নিস্তার নেই। আদিত্য কি শুধুশুধু অহনা কে সন্দেহ করতো নাকি তার কোনও সঙ্গত কারণ ছিল? অহানার মা শ্রবণা কি আজও তার বৈভ এর জন্য বেঁচে আছে নাকি সবই ছলনা? এই ধরণের আরও অনেক প্রশ্নের উত্তর মিলবে এই বইটিতে।

এই উপন্যাসটির প্রকাশনা ও ডিস্ট্রিবিউটের দায়িত্বে রয়েছে আমাজন। পৃথিবীর পায় বেশীরভাগ প্রান্তেই এই বইটি পাওয়া যাচ্ছে। আমেরিকা, কানাডা , অস্ট্রেলিয়া, ইওরোপ,  ব্রিটেন, নিউজিল্যান্ডের মতো দেশেও মিলবে লেজিটিমেটলি ইললেজিটিমেট উপন্যাসটি। প্রথম দিনই এসেছে ১০০ কপির অর্ডার! দাম $৫.৩৭.

.