This Article is From Oct 17, 2019

LIC Assistant Admit Card: প্রকাশিত অ্যাডমিট কার্ড, পরীক্ষা ৩০, ৩১ অক্টোবর

সংস্থার নিজস্ব ওয়েবসাইটে গেলেই ডাউনলোড করা যাচ্ছে এই কার্ড। এই পরীক্ষায় শূন্য পদের সংখ্যা ৭,৯৪২।

LIC Assistant Admit Card: প্রকাশিত অ্যাডমিট কার্ড, পরীক্ষা ৩০, ৩১ অক্টোবর

LIC Assistant Exam: পরীক্ষা, ৩০, ৩১ অক্টোবর, প্রকাশ্যে অ্যাডমিট কার্ড

নয়া দিল্লি:

ভারতীয় জীবনবীমা নিগম (LIC) সহকারি পদের পরীক্ষার জন্য (LIC Assistant Admit Card) প্রকাশ্যে আনল অ্যাডমিট কার্ড।  সংস্থার নিজস্ব ওয়েবসাইটে গেলেই ডাউনলোড করা যাচ্ছে এই কার্ড। এই পরীক্ষায় শূন্য পদের সংখ্যা ৭,৯৪২। ২১, ২২ অক্টোবরের বদলে পরীক্ষা নেওয়া হবে ৩০,৩১ অক্টোবর। কীভাবে ডাউনলোড করবেন কার্ড, জেনেন নিন বিশদে
 

LIC Admit Card সরাসরি ডাউনলোড করুন কার্ড

পরীক্ষার্থীরা নীচের লিঙ্ক থেকে সরাসরি কার্ড ডাউনলোড করতে পারবেন।

LIC Assistant Admit Card Download

LIC Assistant Admit Card কীভাবে ডাউনলোড করবেন ধাপে ধাপে?

- ওয়েবসাইট licindia.in-এ ক্লিক করুন। 
- ওয়েবসাইটের Careers বিভাগে যান। 
- এবার Recruitment of Assistants -2019 লেখা লিঙ্কে ক্লিক করুন।
- এবার Assistant 2019-Preliminary Examination Call letter-Live Link-এ ক্লিক করুন।
- সেখানে রেজিস্ট্রেশন নম্বর আর জন্মতারিখ লিখুন।
- স্ক্রিনে আপনার অ্যাডমিট কার্ড দেখতে পাবেন।
- এবার ডাউনলোড করুন।

সূত্রের খবর ভারতীয় জীবনবীমা নিগম (LIC) -এ সহকারি পদে মোট শূন্য পদের সংখ্যা ৭,৯৪২টি। পরীক্ষা নেওয়া হবে ২১ ও ২২ অক্টোবরের বদলে ৩০, ৩১ অক্টোবর। ইতিমধ্যেই সংস্থার ওয়েবসাইটে পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে।

 

.