Thursday September 05, 2019, নয়া দিল্লি
৫ সেপ্টেম্বর (5 September) এলেই সারা দেশ স্মরণ করে সর্বপল্লী ড. রাধাকৃষ্ণণকে। এই দিন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির জন্মদিন। তাঁকে সম্মান জানিয়ে এই দিন সম্মান জানানো হয় শিক্ষকদের। তাই দিনটি শিক্ষকদিবস (Teachers' Day) হিসেবে বিখ্যাত।