This Article is From Apr 13, 2020

লকডাউনের মধ্যেই খোলা মদের দোকান, থাকছে হোম ডেলিভারির ব্যবস্থাও

Coronavirus Lockdown: করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত রোধে চলছে লকডাউন, তার মধ্যেই অসম ও মেঘালয় সরকার সোমবার থেকে মদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে

লকডাউনের মধ্যেই খোলা মদের দোকান, থাকছে হোম ডেলিভারির ব্যবস্থাও

Liquor Shop Open: সোমবার থেকেই অসম ও মেঘালয়ে মদের দোকান খোলা রাখা হচ্ছে (ফাইল চিত্র)

হাইলাইটস

  • লকডাউন চলাকালীনই দুই রাজ্যে মদের দোকান খোলা রাখার সিদ্ধান্ত
  • সোমবার থেকেই অসম ও মেঘালয়ে খুলে দেওয়া হয়েছে মদের দোকানগুলো
  • মেঘালয়ে প্রয়োজনে হোম ডেলিভারিও করা হবে বলে জানানো হয়েছে
গুয়াহাটি:

করোনা ভাইরাসকে (Coronavirus) রুখতে দেশ জুড়ে লকডাউন অব্যাহত। ওই মারণ ভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ রুখতে প্রথমে ২১ দিনের লকডাউন (Coronavirus Lockdown) ঘোষণা করা হয়, যা বাড়ানো হবে বলেই ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকার। অনেক রাজ্যই অবশ্য ইতিমধ্যে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিয়েছে। তবে এই পরিস্থিতির মধ্য়েই, আজ (সোমবার) থেকে অসম (Assam) ও মেঘালয় (Meghalaya) সরকার মদের দোকান খোলা রাখছে। অসমের ক্ষেত্রে মদের দোকানগুলি (Liquor Shop Open) সপ্তাহে সাত দিনই খোলা থাকবে, আর মেঘালয়ে, শনি-রবি বাদে শুক্রবার পর্যন্ত প্রতিদিন দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বলা হয়েছে যে করোনা পরিস্থিতিতে মদের দোকানে কেনাবেচার ক্ষেত্রেও যথেষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখা হবে। একই সঙ্গে, মেঘালয়ের ক্ষেত্রেও ওই দূরত্ব বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সে রাজ্যে আবার আরও একধাপ এগিয়ে ঘোষণা করা হয়েছে যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে বসবাসকারী মদ্যপায়ীদের সুবিধার জন্যে প্রয়োজনে হোম ডেলিভারিরও ব্যবস্থা রাখা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৫ জনের প্রাণ কাড়ল করোনা, মোট মৃত ৩০৮, আক্রান্ত ৯,১৫২

অন্যদিকে, এই লকডাউনের মধ্যেই জম্মুতে অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী একটি মদের দোকানে ঢুকে প্রচুর নগদ টাকা ও মদের বোতল চুরি করে পালিয়েছে বলে খবর মিলেছে। রবিবার পুলিশের পক্ষ থেকেই ওই চুরির খবর জানানো হয়েছে। একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন যে এই দোকানটি শহরের প্রাণকেন্দ্র আমফালা চকে। তিনি আরও জানান, ওই দুষ্কৃতিরা দোকানের পিছন দিকের দেয়ালটি ভেঙে ভেতরে ঢুকে ওই কাণ্ড করে। সোমবার  সকালে ঘটনা প্রকাশ্যে আসে। ওই আধিকারিক জানিয়েছেন, ঠিক কতগুলো মদের বোতল ও নগদ টাকা চুরি গেছে তার নির্দিষ্ট পরিমাণ এখনও জানা যায়নি। ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে মামলা দায়ের করা হয়েছে।

কাজে ফিরছেন মন্ত্রীরা, তবে গণপরিবহণের অভাবে দফতরে যেতে সমস্যায় সাধারণ কর্মীরা

এদিকে দেশে ক্রমশ বেড়েই চলেছে ওই ভয়ানক সংক্রামক রোগে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, ভারতে এখনও পর্যন্ত COVID- 19 প্রাণ কেড়েছে ৩০৮ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার শিকার হয়েছেন ৩৫ জন। সব মিলিয়ে এই মুহূর্তে মোট ৯,১৫২ জন করোনা ভাইরাসের আক্রান্ত। 

দেশের মধ্যে যে রাজ্যগুলোতে সবচেয়ে বেশী করোনার প্রভাব লক্ষ্য করা গেছে সেগুলো হল, মহারাষ্ট্র (১,৯৮৫), দিল্লি (১,১৫৪), তামিলনাড়ু (১,০৭৫), রাজস্থান (৮০৪), মধ্যপ্রদেশ (৫৩২) এবং গুজরাট (৫১৬)।

গত বছরের ডিসেম্বরে চিনের উহান প্রদেশ থেকে প্রথম এই ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করে। দেখতে দেখতে এখন গোটা বিশ্বের প্রায় দেড় মিলিয়নেরও বেশি মানুষ ওই ভয়ঙ্কর রোগে সংক্রমিত। ভারতেও কিছুতেই বাগে আনা যাচ্ছে না ওই রাক্ষুসে ভাইরাসকে।

.