Asia Cup: Live Cricket Score, Ind vs Pak ভারত বনাম পাকিস্তান হাড্ডাহাডি লড়াই
Asia Cup 2018: India Vs Pakistan: পাঁচ দিনের মধ্যে আবার বাইশ গজে পাকিস্তান বধ। রবিবার এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে 9 উইকেটে উড়িয়ে দিয়ে কার্যত ফাইনালে উঠে গেল ভারত। জয়ের জন্য 238 রান তাড়া করতে নেমে একেবারে সহজ জয় পেল ভারত। অধিনায়ক রোহিত শর্মা ও সহ অধিনায়ক শিখর ধাওয়ান রেকর্ড 210 রানের পার্টনারশিপ গড়ে ভারত-পাকিস্তান ম্যাচের ইতিহাসে রান তাড়া করতে নেমে টিম ইন্ডিয়াকে সহজতম জয় এনে দিলেন। ভারতের দুই ওপেনারই সেঞ্চুরি করলেন। শিখর ধাওয়ান (100 বলে 114) রান আউট না হলে, ভারত দশ উইকেটেই জিতত। আজ বার্থ ডে বয় রায়াডুকে নিয়ে রোহিত দলকে 9 উইকেটে জিতিয়ে আনেন। পাকিস্তান আজ অন্তত গোটা চারেক ক্যাচ ফস্কায়। আসলে চলতি এশিয়া কাপে এই পাকিস্তান দলটা একেবারে অচেনা। পাকিস্তানের চেনা পরিচিত গুণগুলোর একটাও নেই এই পাক দলের। অবশ্য বিরাট কোহলিকে ছাড়া খেলতে নেমে রোহিত শর্মার দলের যত প্রশংসা করা যায় ততই কম হবে। প্রথমে পাকিস্তানকে 237 রানে বেঁধে রাখা, তারপর রান তাড়া করতে নেমে 63 বল বাকি থাকতে যেভাবে জিতল ভারত তাতে মনে হয় ম্যাচটা ভারত খেলল পাকিস্তান নয়, খেলল হংকংয়ের বিরুদ্ধে।
সংক্ষিপ্ত স্কোরবোর্ড
পাকিস্তান: 237
ভারত: 238/1 (39.3 ওভার) (ধাওয়ান 114, রোহিত 111 অপরাজিত, রায়াডু 12 অপ)
বুধবারের মত রবিবারও পাকিস্তান তিন বিভাগে হারল। আজ সরফরাজরা খারাপভাবে হারলেও শুক্রবার ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে মঙ্গলবার বাংলাদেশকে হারাতে হবে পাকিস্তানকে। রোহিত শর্মা- শিখর ধাওয়ানের 201 বলে 210 রানের ওপেনিং পার্টনারশিপটা ভারত-পাক ম্যাচের রেকর্ড বইয়ে জায়গা করে নিল। 40 ওভার বল করেও পাকিস্তানের বোলাররা একটা উইকেটও পেলেন না। পাকিস্তানের সর্বকালের দুর্বল বোলিং আক্রমণ এটাই কি না প্রশ্ন উঠছে। টানা চারটে ম্য়াচে কার্যত ফাইনালে উঠে যাওয়া ভারত এখান থেকে চ্যাম্পিয়ন না হলেই হতাশ হবে। লঙ্কায় ঝাল নেই, পাকিস্তান ঝুমোচ্ছে, বাংলাদেশের অবস্থাও তেমন ভাল নয়। রোহিতদের চ্যাম্পিয়ন হওয়াটা সময়ের অপেক্ষা কি না সেটা নিয়েই জল্পনা চলছে। গত বুধবারের থেকে আজ পাকিস্তান ব্যাটিংটা ভাল করে ঠিকই, কিন্তু বোলিংটা রবিবার একেবারে জঘন্য করলেন আমের-শাদাবরা।
রোহিত আর ধাওয়ানের ঐশ্বরিক ইনিংসে পাকিস্তান 9 উইকেটে পরাজিত
জয়ের জন্য প্রয়োজন মাত্র 9 রান
আবার একটি অসাধারণ ছয় এলো অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে! আজ তিনি অপ্রতিরোধ্য
36 ওভারের শেষে ভারতের স্কোর 221/1
শতরান পূর্ণ করলেন এবার রোহিত শর্মা
এবার চার এলো আম্বাতি রাইডুর ব্যাট থেকে
34 ওভারের শেষে ভারতের স্কোর 211/1
ব্যাট করতে এলেন বার্ডে বয় আম্বাতি রাইডু
একটু ভুল বোঝাবুঝি ! আর শিখর ধাওয়ান 114(100 রান আউট! একটি অসাধারণ ইনিংসের পরিসমাপ্তি!
33 ওভারের শেষে ভারতের স্কোর 208/0
আবার একটি চার! ধাওয়ান আজ পাকিস্তানের বোলিং নিয়ে ছেলেখেলা করছে
শতরানের পর এবার বিশাল একটা 6 এলো আবার সেই ধাওয়ানের ব্যাট থেকে
ভারতের প্রয়োজন আর মাত্র 40 রান
আর রাজকীয় চার মেরেই শতরান পূর্ণ করলেন শিখর ধাওয়ান
একদিনের ক্রিকেটে রোহিত শর্মার 7000 রান পূর্ণ
32 ওভারের শেষে ভারতের স্কোর 193/0
অবশেষে বোলিং করতে এলেন শোয়েব মালিক
31 ওভারের শেষে ভারতের স্কোর 190/0
অসাধারণ একটি চার ধাওয়ানের ব্যাট থেকে ! শতরানের জন্য প্রয়োজন মাত্র 2 রান
এবার রোহিত শর্মাও নব্বইয়ের ঘরে!
আবার শাহীন আফ্রিদিকে চার মারলেন রোহিত শর্মা!
শিখর ধাওয়ান আর রোহিত শর্মার সব থেকে সেরা পার্টনারশিপ তৈরী হল এই ম্যাচে
আবার বোলিং করতে এলেন শাহীন আফ্রিদি
রোহিত শর্মা ব্যাটিং করছেন 84 আর ধাওয়ান ব্যাটিং করছেন 94 রানে
জয়ের জন্য ভারতের প্রয়োজন মাত্র 59 রান
30 ওভারের শেষে ভারতের স্কোর 179/0
অফ সাইটে আবার চার মারলেন ধাওয়ান! নব্বইয়ের ঘরে গব্বর
29 ওভারের শেষে ভারতের স্কোর 171/0
নাওয়াজকে আবার চার মারলেন ধাওয়ান
ম্যাচে শুরুতেই আজ রোহিত শর্মার ক্যাচ মিস আর এখন আবার একটা মিস পাকিস্তানকে এই ম্যাচকে হাতছাড়া করে দিচ্ছে
28 ওভারের শেষে ভারতের স্কোর 164/0
আবার শাদাব খানকে 6 মারলেন রোহিত শর্মা! আরও একবার রোহিত শর্মার ক্যাচ মিস করলো পাকিস্তান
27 ওভারের শেষে ভারতের স্কোর 157/0
আবার একটি চার এলো রোহিতের ব্যাট থেকে
26 ওভারের শেষে ভারতের স্কোর 152/0
রোহিত শর্মা আবার একটি 6 হাঁকালেন শাদাব খানকে
জয়ের জন্য ভারতের প্রয়োজন মাত্র 99 রান! হাতে রয়েছে 10টি উইকেট
25 ওভারের শেষে ভারতের স্কোর 138/0
আবার হাসান আলীকে 4 মারলেন ধাওয়ান
24 ওভারের শেষে ভারতের স্কোর 131/0
আমিরকে অসাধারণ 6 মারলেন এবার ধাওয়ান
22 ওভারের শেষে ভারতের স্কোর 119/0
এবার অর্ধশতরান পূর্ণ করলেন অধিনায়ক রোহিত শর্মা
আর তাকেও ধাওয়ান স্বাগত জানালেন বাউন্ডারি দিয়ে
আবার বোলিং করতে এলেন মহম্মদ আমির
20 ওভারের শেষে ভারতের স্কোর 107/0
ভারত এবং রোহিত ধাওয়ানের 100 রানের জুটি ম্যাচে পাকিস্তানকে অনেকটা পিছিয়ে দিলো
19 ওভারের শেষে ভারতের স্কোর 99/0
আর তাকে আবার স্বাগত জানানো হল ধাওয়ানের ব্যাটের চার দিয়ে!
আবার বোলিং করতে এলেন হাসান আলী
চার! শিখর ধাওয়ানের অর্ধশতরান পূর্ণ! 18 ওভারের শেষে ভারতের স্কোর 91/0
17 ওভারের শেষে ভারতের স্কোর 85/0
আবার নাওয়াজকে চার মারলেন রোহিত
আবার ঝলসে উঠলো রোহিত শর্মার ব্যাট! সুইপ করে চার হাঁকালেন নাওয়াজকে
16 ওভারের শেষে ভারতের স্কোর 75/0
15 ওভারের শেষে ভারতের স্কোর 72/0
14 ওভারের শেষে ভারতের স্কোর 67/0
12 ওভারের শেষে ভারতের স্কোর 62/0
বোলিং করতে এলেন এবার শাদাব খান
11 ওভারের শেষে ভারতের স্কোর 57/0
সাথে রোহিত আর ধাওয়ানের 50 রানের পার্টনারশিপ
10 ওভারের শেষে ভারতের স্কোর 53/0
আবার আমিরকে চার মারলেন শিখর ধাওয়ান!
9 ওভারের শেষে ভারতের স্কোর 45/0
9 ওভারের শেষে ভারতের স্কোর 45/0
স্পিন আক্রমনে পাকিস্তান ! নাওয়াজ এলেন বোলিং করতে
8 ওভারের শেষে ভারতের স্কোর 43/0
আবার শাহীন আফ্রিদিকে চার হাঁকালেন রোহিত শর্মা!
7 ওভারের শেষে ভারতের স্কোর 38/0
ভারতের ইনিংসের শুরুটা আবার ভালো হলো এশিয়া কাপে
এবার স্লিপের কাউকে না রাখার ফল! আবার থার্ড ম্যানে একটি চার হাঁকালেন ধাওয়ান
হাসান আলীর ওভারের প্রথম বলই ধাওয়ান পৌঁছে দিলো থার্ড ম্যানে! আরো একটি চার
6 ওভারের শেষে ভারতের স্কোর 29/0
শাহীন আফ্রিদির বলে ইমাম উল হক ক্যাচ মিস করলেন ! এটাই ম্যাচ মিস নয় তো?
রোহিত শর্মা সহজ ক্যাচ মিস
স্কোয়ার লেগে রোহিত শর্মার এই ছয় ওভার বাউন্ডারি ছিল দেখার মত
শাহীন আফ্রিদির বলে ভারতের ইনিংসের প্রথম ছক্কা এলো রোহিত ব্যাট থেকে
5 ওভারের শেষে ভারতের স্কোর 23/0
এবার বোলিং করতে এলেন হাসান আলী আর তাকে চার দিয়েই স্বাগত জানালেন অধিনায়ক রোহিত শর্মা
4 ওভারের শেষে ভারতের স্কোর 18/0
আবার ধাওয়ানের ব্যাট থেকে এলো একটি বাউন্ডারি! এবার শাহীন আফ্রিদির বল পাঠালেন তিনি মিড উইকেটে
3 ওভারের শেষে ভারতের স্কোর 14/0
আমিরের বলে ভারতের প্রথম চার এলো ধাওয়ানের ব্যাট থেকে
2 ওভারের শেষে ভারতের স্কোর 7/0
বোলিং করতে এলেন শাহীন আফ্রিদি
প্রথম ওভারের শেষে ভারতের স্কোর 6/0
রোহিত শর্মা আর শিখর ধাওয়ানকে প্রথম ওভার করতে আসছেন মহাম্মদ আমির
বুমরাহ আজ 10 ওভারে মাত্র 29 রান দিয়ে পেলেন 2 উইকেট
মালিকিয়ানার পরেও আড়াইশো করতে পারল না পাকিস্তান, রোহিতদের চাই 238
ব্যাটিং করতে এলেন হাসান আলী
বোল্ড! শাদাব খান আর পারলেন না! ক্লিন বোল্ড হয়ে বুমরাহ বলে ফিরছেন শাদাব খান10(16)
শেষ ওভারে এখন কত রান আসে এখন সেটাই দেখার
শোয়েব মালিক আর আলিফ আলীর উইকেটের পর বড় রান বানাতে পারলো না পাকিস্তান! ডেথ ওভারে পাকিস্তান ব্যাটিংকে বেঁধে রেখে দিলো ভুবি আর বুমরাহ