This Article is From Sep 24, 2018

India vs Pakistan, Asia Cup Live Score : রোহিত আর ধাওয়ানের ঐশ্বরিক ইনিংসে পাকিস্তান 9 উইকেটে পরাজিত

Live Score: India vs Pakistan Asia Cup 2018: পাঁচ দিনের মধ্যে আবার বাইশ গজে পাকিস্তান বধ। রবিবার এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে 9 উইকেটে উড়িয়ে দিয়ে কার্যত ফাইনালে উঠে গেল ভারত।

Advertisement
অল ইন্ডিয়া

Asia Cup: Live Cricket Score, Ind vs Pak ভারত বনাম পাকিস্তান হাড্ডাহাডি লড়াই

Asia Cup 2018: India Vs Pakistan: পাঁচ দিনের মধ্যে আবার বাইশ গজে পাকিস্তান বধ। রবিবার এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে 9 উইকেটে উড়িয়ে দিয়ে কার্যত ফাইনালে উঠে গেল ভারত। জয়ের জন্য 238 রান তাড়া করতে নেমে একেবারে সহজ জয় পেল ভারত। অধিনায়ক রোহিত শর্মা ও সহ অধিনায়ক শিখর ধাওয়ান রেকর্ড 210 রানের পার্টনারশিপ গড়ে ভারত-পাকিস্তান ম্যাচের ইতিহাসে রান তাড়া করতে নেমে টিম ইন্ডিয়াকে সহজতম জয় এনে দিলেন। ভারতের দুই ওপেনারই সেঞ্চুরি করলেন। শিখর ধাওয়ান (100 বলে 114) রান আউট না হলে, ভারত দশ উইকেটেই জিতত। আজ বার্থ ডে বয় রায়াডুকে নিয়ে রোহিত দলকে 9 উইকেটে জিতিয়ে আনেন। পাকিস্তান আজ অন্তত গোটা চারেক ক্যাচ ফস্কায়। আসলে চলতি এশিয়া কাপে এই পাকিস্তান দলটা একেবারে অচেনা। পাকিস্তানের চেনা পরিচিত গুণগুলোর একটাও নেই এই পাক দলের। অবশ্য বিরাট কোহলিকে ছাড়া খেলতে নেমে রোহিত শর্মার দলের যত প্রশংসা করা যায় ততই কম হবে। প্রথমে পাকিস্তানকে 237 রানে বেঁধে রাখা, তারপর রান তাড়া করতে নেমে 63 বল বাকি থাকতে যেভাবে জিতল ভারত তাতে মনে হয় ম্যাচটা ভারত খেলল পাকিস্তান নয়, খেলল হংকংয়ের বিরুদ্ধে। 

সংক্ষিপ্ত স্কোরবোর্ড
পাকিস্তান: 237
ভারত: 238/1 (39.3 ওভার) (ধাওয়ান 114, রোহিত 111 অপরাজিত, রায়াডু 12 অপ)

বুধবারের মত রবিবারও পাকিস্তান তিন বিভাগে হারল। আজ সরফরাজরা খারাপভাবে হারলেও শুক্রবার ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে মঙ্গলবার বাংলাদেশকে হারাতে হবে পাকিস্তানকে। রোহিত শর্মা- শিখর ধাওয়ানের 201 বলে 210 রানের ওপেনিং পার্টনারশিপটা ভারত-পাক ম্যাচের রেকর্ড বইয়ে জায়গা করে নিল। 40 ওভার বল করেও পাকিস্তানের বোলাররা একটা উইকেটও পেলেন না। পাকিস্তানের সর্বকালের দুর্বল বোলিং আক্রমণ এটাই কি না প্রশ্ন উঠছে। টানা চারটে ম্য়াচে কার্যত ফাইনালে উঠে যাওয়া ভারত এখান থেকে চ্যাম্পিয়ন না হলেই হতাশ হবে। লঙ্কায় ঝাল নেই, পাকিস্তান ঝুমোচ্ছে, বাংলাদেশের অবস্থাও তেমন ভাল নয়। রোহিতদের চ্যাম্পিয়ন হওয়াটা সময়ের অপেক্ষা কি না সেটা নিয়েই জল্পনা চলছে। গত বুধবারের থেকে আজ পাকিস্তান ব্যাটিংটা ভাল করে ঠিকই, কিন্তু বোলিংটা রবিবার একেবারে জঘন্য করলেন আমের-শাদাবরা।

 

Sep 24, 2018 00:17 (IST)
Sep 23, 2018 23:54 (IST)
রোহিত আর ধাওয়ানের ঐশ্বরিক ইনিংসে পাকিস্তান 9 উইকেটে পরাজিত
Sep 23, 2018 23:46 (IST)
জয়ের জন্য প্রয়োজন মাত্র 9 রান
Sep 23, 2018 23:44 (IST)
আবার একটি অসাধারণ ছয় এলো অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে! আজ তিনি অপ্রতিরোধ্য
Sep 23, 2018 23:42 (IST)
36 ওভারের শেষে ভারতের স্কোর 221/1
Advertisement
Sep 23, 2018 23:38 (IST)
শতরান পূর্ণ করলেন এবার রোহিত শর্মা
Sep 23, 2018 23:37 (IST)
Sep 23, 2018 23:37 (IST)
এবার চার এলো আম্বাতি রাইডুর ব্যাট থেকে
Sep 23, 2018 23:33 (IST)
34 ওভারের শেষে ভারতের স্কোর 211/1
Sep 23, 2018 23:32 (IST)
ব্যাট করতে এলেন বার্ডে বয় আম্বাতি রাইডু
Sep 23, 2018 23:28 (IST)
একটু ভুল বোঝাবুঝি ! আর শিখর ধাওয়ান  114(100 রান আউট! একটি অসাধারণ ইনিংসের পরিসমাপ্তি! 
Sep 23, 2018 23:26 (IST)
33 ওভারের শেষে ভারতের স্কোর 208/0
Sep 23, 2018 23:25 (IST)
আবার একটি চার! ধাওয়ান আজ পাকিস্তানের বোলিং নিয়ে ছেলেখেলা করছে
Sep 23, 2018 23:24 (IST)
শতরানের পর এবার বিশাল একটা 6 এলো আবার সেই ধাওয়ানের ব্যাট থেকে 
Sep 23, 2018 23:23 (IST)
ভারতের প্রয়োজন আর মাত্র 40 রান
Sep 23, 2018 23:23 (IST)
আর রাজকীয় চার মেরেই শতরান পূর্ণ করলেন শিখর ধাওয়ান
Sep 23, 2018 23:22 (IST)
একদিনের ক্রিকেটে রোহিত শর্মার 7000 রান পূর্ণ
Sep 23, 2018 23:21 (IST)
32 ওভারের শেষে ভারতের স্কোর 193/0
Sep 23, 2018 23:18 (IST)
অবশেষে বোলিং করতে এলেন শোয়েব মালিক
Sep 23, 2018 23:18 (IST)
31 ওভারের শেষে ভারতের স্কোর 190/0



Advertisement