Read in English
This Article is From Dec 11, 2018

Live Election Results: রাজস্থান, মধ্যপ্রদেশ, মিজোরাম, তেলেঙ্গানা, ছত্তিসগড় নির্বাচনের ফলাফল দেখুন লাইভ

এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলই যে আগামী বছরের লোকসভা নির্বাচনের চিত্রটা বুঝে পারার অন্যতম যথাযথ সূচক হতে চলেছে, তাও মনে করছে বিশেষজ্ঞমহল।

Advertisement
অল ইন্ডিয়া

পাঁচ রাজ্যের বহুপ্রতীক্ষিত বিধানসভা নির্বাচনের ফলাফল আসছে আজ

পাঁচ রাজ্যের বহুপ্রতীক্ষিত বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হতে চলেছে আজ। এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলই যে আগামী বছরের লোকসভা নির্বাচনের চিত্রটা বুঝে পারার অন্যতম যথাযথ সূচক হতে চলেছে, তাও মনে করছে বিশেষজ্ঞমহল। কী হতে চলেছে বিজেপির ভাগ্য, কোন কোন রাজ্যে নিজেদের ক্ষমতা ধরে রাখতে পারবে তারা, কোন রাজ্য থেকেই বা মুছে যাবে সম্পূর্ণভাবে, তাও জানা যাবে কয়েকঘন্টার মধ্যেই ৷ যদিও এক্সিট পোল বা বুথফেরত সমীক্ষা জানাচ্ছে- রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পাবে না গেরুয়া দল। মিজোরামে, বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ক্ষমতাচ্যুত হতে চলেছে কংগ্রেস। তেলেঙ্গানাতেও ফের ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা কে. চন্দ্রশেখর রাওয়ের দল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির।  গত ২০ বছরে রাজস্থানে বিধানসভায় পরপর দু'দফায় সাধারণ মানুষ ক্ষমতায় আনেননি কোনও এক দলকে। এই বছরেও, অন্তত বুথফেরত সমীক্ষা অনুযায়ী,  সেই ট্র‍্যাডিশন বজায় থাকবে! ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানাতে মোট কেন্দ্র ১১৯'টি। তার মধ্যে ৬৪'টি আসনই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল তেলেঙ্গানা রাজ্য সমিতি পাবে বলে জানাচ্ছে বুথফেরত সমীক্ষা। 

ভোগ গণনা হবে আজ। সকাল আটটা থেকে। এই পাঁচ রাজ্য তথা গোটা দেশ আজ তাকিয়ে রয়েছে আজকের ফলাফলের দিকে। একাগ্রভাবে।

 

দেখুন লাইভ আপডেটস

 

Dec 11, 2018 19:54 (IST)
 à¦°à¦¾à¦¹à§à¦² গান্ধী সংবাদমাধ্যমকে বললেন, আমি এই জয়ের জন্য সাধারণ মানুষ ও কংগ্রেস কর্মীদের শুভেচ্ছা জানাতে চাই। এই জয় কৃষক, দোকানদার, কংগ্রেস কর্মী-সমর্থকদের।
Dec 11, 2018 19:49 (IST)
এনডিটিভিকে মনীশ তিওয়ারি বললেন, বিজেপি অনেকরকমভাবে চেষ্টা করেছিল। কিন্তু হল না। মানুষ ওদের সঙ্গে ছিলই না আসলে।
Dec 11, 2018 19:48 (IST)
কংগ্রেস নেতা কপিল সিবল এনডিটিভিকে বললেন, আপনারা যদি একবার একটি জিনিস ভালো করে ভেবে দেখেন যে, কী বিপুল ব্যবধান পেরিয়ে এই জয় এল রাজস্থান এবং মধ্যপ্রদেশে, তাহলেই বুঝতে পারা যাবে কতটা ভালো ফল হয়েছে আসলে। বিজেপির অর্থশক্তি ছিল, ক্ষমতায় ওরা ছিল, ওদের প্রবল প্রতাপশালী সংগঠন ছিল, এমনকি মুখ্যমন্ত্রীও ওদের। তা সত্ত্বেও, কংগ্রেস এই জয় পেল। এই ব্যাপারগুলোকে মাথায় রাখলেও ব্যাপারটা আরও স্পষ্ট বোঝা যাবে। ভোটে জেতা এক জিনিস, কিন্তু আসল লক্ষ্য হল মানুষের হয়ে কাজ করা। হিন্দি বলয়ে এই জয়ের ফলে খেলা এবার ঘুরবে। আর এই জয়ের জন্য অবশ্যই রাহুল গান্ধীকে কৃতিত্ব দিতেই হবে। তাঁর ভূমিকা অনস্বীকার্য। তবে, এ কথাও মাথায় রাখতে হবে যে, এই জয় কেবল একটি মানুষের লড়াই নয়। বহু মানুষের দীর্ঘদিন ধরে একসঙ্গে এক লক্ষ্যে অবিচল থেকে লড়াই করে যাওয়ার ফলই এই দারুণ জয়।
Dec 11, 2018 19:22 (IST)
দিল্লির বিজেপি সদর দফতরের বাইরে থমথমে পরিবেশ
Dec 11, 2018 18:35 (IST)
আমরা অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে তাঁদের নিজের রাজ্যেও হারিয়েই দিয়েছিলাম প্রায়। আজকের ফলাফলই তার চিহ্নঃ অশোক গেহলৌত।
Advertisement
Dec 11, 2018 17:51 (IST)
ছত্তিশগড়ের বিজেপির রামন সিং কথা বললেন সংবাদমাধ্যমের সঙ্গে। তিনি বলেন, "আমি দলের পক্ষ থেকে এই হার স্বীকার করে নিচ্ছি। আমরা গঠনমূলকভাবেই বিরোধীর ভূমিকা পালন করব।  ছত্তিশগড়ের মানুষদের কাছ থেকে যে ভালোবাসা যে শ্রদ্ধা পেয়েছি, তার জন্য আমি তাঁদের কাছে ঋণী। আমি সারাজীবন ধরে কাজ করলেও সেই ঋণ শোধ করতে পারব না"।
Dec 11, 2018 17:37 (IST)
এনডিটিভির মুখোমুখি কংগ্রেসের মিলিন্দ দেওরা। তিনি বললেন, "পাঁচটার মধ্যে তিনটে রাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় রাজনীতিতে এই রাজ্যগুলির গুরুত্ব অপরিসীম। কংগ্রেস মানুষের এই রায় অতি নম্রভাবে গ্রহণ করছে। সকলেই মনে করেছিল্য রাজস্থানে কংগ্রেস ফিরছে। কিন্তু, কেউ ভাবতেও পারেনি যে, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়েও চিত্রটা একই হবে"।
Dec 11, 2018 17:33 (IST)
Dec 11, 2018 17:32 (IST)
বিজেপির কে যে আলফন্স এনডিটিভিকে বললেন, "মধ্যপ্রদেশে এখনও কী হবে তা বলে যাচ্ছে না। তবে যেটা আমরা দেখছি, তা অবশ্যই আমাদের দেখতে ভালোলাগছে না। আমাদের এখন আবার নতুন করে সমস্ত পরিকল্পনা করে নিয়ে সেইমাফিক এগোতে হবে। আমরা ভেবেছিলাম ছত্তিশগড়ে নিশ্চিতভাবে জিতব"।
Dec 11, 2018 17:08 (IST)
আমি অত্যন্ত খুশি যে আমার অ্যাজেন্ডা ও ম্যানিফেস্টো রাজ্যের মানুষরা গ্রহণ করেছেন। এই রাজ্যের যুবকদের মধ্যে একটি হতাশা আছে কাজ না পাওয়া নিয়ে। আমরা সমাজের প্রত্যেকটি অংশের মানুষের প্রত্যাশাপূরণের জন্য ঐকান্তিকভাবে চেষ্টা করে যাব এবং মানুষের সুবিধার কথা ভেবেই সামনের দিকে অগ্রসর হবো।
Dec 11, 2018 17:00 (IST)
 à¦¸à¦‚বাদমাধ্যমের সঙ্গে কথা বললেন কে চন্দ্রশেখর রাও। তিনি বলেন, আমার প্রধান লক্ষ্য হল, কৃষকদের সহায়তা করা। রাজ্যের কৃষকদের জন্য আমরা সবসময়ই কাজ করে যাব।
Dec 11, 2018 16:58 (IST)
মমতা বন্দ্যোপাধ্যায় কথা বললেন সংবাদমাধ্যমের সঙ্গে। তিনি বলেন, "বিজেপির এই হারের নেপথ্যে বহু কারণ রয়েছে। ওরা সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে। সাধারণ মানুষকে আঘাত করেছে। নোটবাতিলের মতো পদক্ষেপের সঙ্গে লড়াই করতে গিয়ে নাভিশ্বাস উঠেছে মানুষের। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকেও দুর্বল করে দিয়েছে বিজেপি। সমস্ত আঞ্চলিক দলকে এক হয়ে লড়তে হবে। একটি শক্তিশালী ফেডারেল ফ্রন্ট গঠন করার অর্থ হল একটি শক্তিশালী ভারত গঠন করা। গোটা দেশ থেকে বিজেপির শক্তি কমে আসছে। ওদের অবস্থা দিনদিন খারাপ হচ্ছে। মানুষ এখন শুধু অপেক্ষা করছে লোকসভা ভোটে বিজেপিকে ছুঁড়ে ফেলে দেওয়ার। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এটাই বিজেপির শেষের শুরু"।
Dec 11, 2018 16:55 (IST)
মধ্যপ্রদেশে অল্প এগিয়ে আর দুই রাজ্যজয় কংগ্রেসের, তেলেঙ্গানায় ফের 'রাজা' চন্দ্রশেখর
Dec 11, 2018 16:43 (IST)
মমতা বন্দ্যোপাধ্যায় কথা বললেন সংবাদমাধ্যমের সঙ্গে। তিনি বলেন, "বিজেপির এই হারের নেপথ্যে বহু কারণ রয়েছে। ওরা সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে। সাধারণ মানুষকে আঘাত করেছে। নোটবাতিলের মতো পদক্ষেপের সঙ্গে লড়াই করতে গিয়ে নাভিশ্বাস উঠেছে মানুষের। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকেও দুর্বল করে দিয়েছে বিজেপি"।
Dec 11, 2018 16:41 (IST)
মধ্যপ্রদেশে কংগ্রেস এগিয়ে ১১৭'টি আসনে। বিজেপি ১০৩'টি আসনে।
Dec 11, 2018 16:37 (IST)
যা তাদের চাই না, তাকেই ছুঁড়ে ফেলে দিয়েছেন ভোটাররা। তাঁদের অভিনন্দন। বললেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।
Dec 11, 2018 16:36 (IST)
শাহপুরা কেন্দ্র থেকে ৭৪,৫৪২ ভোটে জিতলেন রাজস্থান বিধানসভার স্পিকার কৈলাশ মেঘওয়াল।
Dec 11, 2018 16:14 (IST)
রাজস্থানের কংগ্রেস প্রধান শচীন পাইলট টঙ্ক বিধানসভা কেন্দ্র থেকে জিতলেন। তিনি হারালেন বিজেপির ইউনুস খানকে। ৫৪,১৭৯ ভোটে।
Dec 11, 2018 16:13 (IST)
রাজস্থানের কংগ্রেস প্রধান শচীন পাইলট টঙ্ক বিধানসভা কেন্দ্র থেকে জিতলেন।
Dec 11, 2018 16:12 (IST)



Advertisement