কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জির ধরনা আজ তৃতীয় দিনে পা দিল। প্রায় সারা ভারতের বিজেপি বিরোধী পার্টি গুলিকে একজোটে দেখা যাচ্ছে এই ধরনায়। অখিলেশ থেকে কুমারস্বামী প্রায় সকলেই মমতার পাশে এসে দাঁড়িয়েছেন।গত রবিবার সন্ধ্যায় কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা দেয় তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসা বাদ করার উদ্দেশ্যে। এই ঘটনার জেরেই ধরনায় নামেন মুখ্যমন্ত্রী।প্রায় সারা পশ্চিমবঙ্গের বহু লোক এসে জমায়েত হয়েছে এই ধরনা মঞ্চে। আজ সুপ্রিম কোর্টে শুনানি।
মমতা জানিয়েছেন কোনও দলের নেত্রী হিসেবে নয় দেশের একটি অঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদেই আন্দোলন করছেন তিনি। সংবিধান তাঁকে যে অধিকার দিয়েছে তা রক্ষা করতেই তিনি পথে নেমছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরই মধ্যে সিবিআই এবং প্রশাসনের সংঘাত আদালত পর্যন্ত গড়িয়েছে। আজ একদিকে কলকাতা হাইকোর্ট অন্যদিকে সুপ্রিম কোর্টে দুটি মামলার শুনানি হবে। তদন্তে বাঁধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে সিবিআই মামলা করেছে সুপ্রিম কোর্টে। আর সিবিআইয়ের আচরণের বিরুদ্ধে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে।
বর্তমানে তেজস্বী যাদব নিজের বক্তব্য রাখছে ধরনা মঞ্চে
বঙ্গ বিজেপির মাটি হওয়া উচিত: যোগী আদিত্যনাথ
এই দুর্নীতিগ্রস্থ সরকারকে মাটি থেকে উপরে ফেলা উচিত : আদিত্য নাথ
বাঙালির সরকারের হাত থেকে বঙ্গের মুক্তির প্রয়োজন: যোগী
সুপ্রিমকোর্টের আদেশের পর ইউ টার্ন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী : যোগী আদিত্যনাথ
কলকাতা ধরনা মঞ্চ থেকে বক্তব্য রাখছেন চন্দ্রবাবু নাইডু
এই মাটিই আমাদের 'বন্দেমাতার' দিয়েছে : যোগী
লখনৌ, বোকার রাঁচি হয়ে তিনি পুরুলিয়াতে পৌঁছেচেন
পুরুলিয়াতে সভাস্থলে পৌঁছে গেছেন যোগী আদিত্যনাথ
রবিবার রাতে কমিশনারকে ধরনায় বসতে দেখা গেছিল, যা তার কর্তব্যের বিরোধী বলে মনে করা হয়েছে। সেই জন্যই তার কাছ থেকে জবাব চাওয়া হয়েছে
রাজীব কুমারকে গৃহ মন্ত্রকের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে
চন্দ্রবাবু নাইডু কলকাতায় এসে পৌঁছেচেন
লাল ডায়েরি সম্পর্কে কিছুই জানেন না, দাবি করলেন সারদাকর্তা সুদীপ্ত সেন
মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে বললেন,বিজেপি তিন- চার ঘণ্টা আগে সভার অনুমতি চায়। আগে চাইলে অনুমতি দেওয়া হয়।
পুরুলিয়ায় যোগীর সভার অনুমতি দিল না রাজ্য: সূত্র
কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়ার সুপ্রিম কোর্টের নির্দেশকে "গণতন্ত্রের জয়" বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়।
রবিবার সন্ধ্যায় কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে হানা দেয় সিবিআই।তাঁদের আটক করে থানায় নিয়ে যায় কলকাতা পুলিশ। যদিও কিছুক্ষণ পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়।এদিকে, রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে রবিবার রাতেই মেট্রো চ্যানেলের সামনে ধরনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, রাজীব কুমারের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। তবে রাজীব কুমারকে সিবিআই আধিকারিকদের সঙ্গে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয় শীর্ষ আদালত।
''গত চার বছর ধরে রাজীব কুমারকে সারদা কাণ্ডে সাহায্য করার জন্য আবেদন করা হচ্ছিল, কিন্তু তিনি কিছুতেই হাজিরা দিচ্ছিলেন না , যার জন্যই সিবিআইকে তিন তারিখ সন্ধ্যায় তার বাড়িতে যেতে হয়েছিল।... আমি চাই মমতা ব্যানার্জি যেমন ধরনায় বসে আছেন, সেই রকমই বসে থাকুন।'':রুপা গাঙ্গুলি
রাজীব কুমারকে শিলঙে গিয়ে সিবিআই-এর সাথে দেখা করতে হবে
মমতা প্রথম থেকেই যেটা সঠিক সেটার সাথেই আছেন, এটা তাঁর আর একটি জয় : ডেরেক ও'ব্রয়েন
কেউ আইনের উর্দ্ধে নয়, সকলকেই জেরার মুখে পড়তে হবে...আজ নয় তো কাল গ্রেপ্তার হবেই।'' রাহুল সিনহা
সিবিআই-এর নৈতিক জয়: রবিশঙ্কর
শেষ পর্যন্ত রাজীব কুমারকে গ্রেপ্তার করা হচ্ছে না। সেই দিক দিয়ে বিচার করলে এটিকে মমতা ব্যানার্জির জয় বলা যায়। '':মনিদিপা ব্যানার্জি
সুপ্রিম কোর্টের আদেশর পর, দুই পক্ষই এটিকে নিজেদের জয় বলে ঘোষণা করছে
দেশে কোনো 'বিগ বস' নেই : মমতা ব্যানার্জি
সাংবাদিক সম্মেলনে মমতা ব্যানার্জি যা যা বললেন, তার খানিকটা অংশ দেওয়া হল:
কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।সেই রায়কে স্বাগত জানিয়ে ধরনামঞ্চেই সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এই রায় গণতন্ত্রের জয়। তবে ধরনা তোলা হবে কিনা, সে বিষয়ে নেতাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার সন্ধ্যায় কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে হানা দিয়েছিল সিবিআইয়ের প্রতিনিধি দল।যদিও সেখানে উপস্থিত পুলিশকর্মীরা সিবিআই আধিকারিকদের আটক করে থানায় নিয়ে যান।পরে তাদের ছেড়ে দেওয়া হয়।এরপরেই রাজীব কুমারের বাড়িতে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেদিনই রাতে ধর্মতলার মেট্র চ্যানেলে ধরনায় বসেন তিনি।সিবিআই আধিকারিকদের বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে।সোমবার শুনানিতে শীর্ষ আদালত মঙ্গলবার শুনানির দিন ধার্য করে। আজ শুনানিতে সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, এখনই রাজীব কুমারকে গ্রেফতার বা তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।তবে কলকাতার পুলিশকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
এরপরেই ধরনামঞ্চ থেকে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শীর্ষ আদালের রায়কে স্বাগত জানিয়ে বলেন, "এই রায় গণতন্ত্রের জয়"।তবে ধরনা তোলা নিয়ে নেতাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী।
সুপ্রিম কোর্টের আদেশকে মমতা ব্যানার্জি স্বাগত জানিয়েছেন
২০ তারিখ সিবিআই-এর কাছে উপযুক্ত তথ্য চাইবে সুপ্রিম কোর্ট
১৮ ই ফেব্রুয়ারির মধ্যে কমিশনার রাজীব কুমারকে নিজের মতামত জানাতে হবে
''সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে, তা জনতার জয়'': মমতা ব্যানার্জি
রাজীব কুমারকে গ্রেপ্তার করতে মানা করা হয়েছে
কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে আপাতত গ্রেফতার করা যাবে না জানাল সুপ্রিম কোর্ট। ২৮ তারিখ পরবর্তী শুনানি।
পুলিশ কমিশনার সিবিআইকে সারদা মামলায় সাহায্য করুক, পুলিশ কমিশনার সিবিআই-এর সামনে আসুক: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ
বারংবার রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই একটাই কথা বলছে, যে তিনি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করেছেন
এটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল সিবিআই এর তরফ থেকে বলছেন, সারদা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করে দেওয়া অভিযোগ তোলা হয়েছে।
কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার পর্যন্ত সিবিআই মামলার শুনানি পিছিয়ে দিল
পুলিশ কমিশনার ইলিক্ট্রনিক তথ্য নষ্ট করেছে: সিবিআই
সুপ্রিম কোর্টে সিবিআই-এর মামলার শুনানি শুরু
বিজেপি সরকারকে কটাক্ষ করে তৃণমূল একটি টুইট করেছে
ধরনার মঞ্চে আজ মমতার পাশে চন্দ্রবাবু নাইডুকে দেখা যেতে পারে
সিজিও কমপ্লেক্সে সকাল এগারোটার মধ্যে সমস্ত অফিসারকে সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার বার্তা দেওয়া হয়েছে
সূত্র মারফত জানা যাচ্ছে সিবিআইএর অধিকর্তার বেলা এগারোটার মধ্যে অফিসে চলে আসবেন এবং তারা সুপ্রিম কোর্টের আদেশের অপেক্ষা করবে
রাজ্য পুলিশের অফিসারদের কমপ্লেক্সের বাইরে দেখা যাচ্ছে
'সংবিধান বাঁচাও' এর ডাকে মুখ্যমন্ত্রী যে ধরনায় বসেছেন, আজ তাঁর পাশে বাংলা জগতের অভিনেত্রী ইন্দ্রানী হালদারকে দেখা যাচ্ছে, এই মঞ্চে
বঙ্গের বিবাদ নিয়ে আর কিছুক্ষণ বাদেই সুপ্রিম করতে শুনানি হতে চলেছে
আজ থেকে ১৩ বছর আগের রূপ পুনরায় দেখা যাচ্ছে বাংলায়। সেই মেট্রো চ্যানেল সেই ধরনা।
আজ ধরনের তৃতীয়দিনে মমতা ব্যানার্জি স্টেজে ফিরে এসেছেন।
আজ পুনরায় যোগী আদিত্যনাথ যাচ্ছেন পশ্চিমবঙ্গে, দুপুর সাড়ে তিনটে নাগাদ পুরুলিয়াতে তাঁর সভা অনুষ্ঠিত হওয়ার কথা।
মমতা ব্যানার্জির ধরনা নিয়ে অরুণ জেটলি টুইট করেছেন
কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে নিজাম প্যালেস
''৩৫৫, ৩৫৬ দিলে আমার কাছে ৪২০ আছে, ভুলে যাবেন না'': মমতা ব্যানার্জি
গুলামনবি আজাদের বাড়িতে বসবে বিরোধীদের বৈঠক
সংসদ ভবনে বৈঠক বসছে বিরোধীদের
মুখ্যমন্ত্রীর হাতে পদক গুলি তুলে দিচ্ছেন রাজীব কুমার
মুখ্যমন্ত্রীর পাশে পুলিশের পোশাক পরেই দেখা যাচ্ছে কমিশনার রাজীব কুমারকে
ধরনা মঞ্চের পাশের মঞ্চে চলছে পুলিশকে পদক প্রদানের অনুষ্ঠান
ধরনা মঞ্চ থেকেই পুলিশকে পদক প্রদান করছেন মুখ্যমন্ত্রী
দিল্লি রওনা দিলেন পঙ্কজ শ্রীবাস্তব
সত্যাগ্রহ নয়, অসত্যাগ্রহ চলছে: ভারতী ঘোষ
মুকুল রায়ের উপস্থিতিতে ভারতী ঘোষ যোগ দিলেন বিজেপি তে
দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন পঙ্কজ শ্রীবাস্তব
সারদা ও নারদা কান্ড আমরা ক্ষমতায় আসে আগের ঘটনা, তখনি সিবিআই তদন্তের আদেশ দিয়েছিল সুপিম কোর্ট: আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ
প্রচুর সিবিআই জোয়ান মতোয়ান করা হল বঙ্গে। তার মধ্যে বহু মহিলা জোয়ানও আছেন।
বালুরঘাট ও রায়গঞ্জের পর এবার বাঁকুড়াতেও যোগীর সভা বাতিল হল, মাঠ ও হেলিপ্যাড পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়েছে।
মেট্রো চ্যানেলে ধরনা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত, মাধ্যমিক পরীক্ষার জন্য মমতা ব্যানার্জি এমন সিদ্ধান্ত নিয়েছেন
চা শিল্পের ওপর থেকে সেস মুকুব: অমিত মিত্র
''১০ হাজার কর্মসংস্থান হবে'': অমিত মিত্র
''নতুন স্কীমে ১১০০ কোটি বকেয়া কর আদায়'': অমিত মিত্র
''৫০ হাজার যুবক যুবতীকে ১ লক্ষ টাকা সাহায্য''অমিত মিত্র
''১০ হাজার কর্মসংস্থান হবে'': অমিত মিত্র
''রাজ্যে ৪২ টি সুপার স্পেশালিস্ট হাসপাতাল আছে।'' অমিত মিত্র
''বিনিয়োগ হবে এক হাজার কোটি টাকা''" অমিত মিত্র
''রাজ্যের কাজে হস্তক্ষেপ করছে কেন্দ্র'': অমিত মিত্র
''জিডিপি বৃদ্ধিতে বাংলা এক নম্বরে'': অমিত মিত্র
'ধান দিন, চেক নিন' প্রকল্পের চালু হয়েছে: অমিত মিত্র
''এখন কৃষকদের ফসলের দাম সরাসরি দেওয়া হচ্ছে।'':অমিত মিত্র
''২৪ লক্ষ কৃষক বাংলায় সফল যোজনার অন্তর্ভুক্ত।'': অমিত মিত্র
''মমতা ব্যানার্জি সর্বদা সাধারণ মানুষদের পাশেই থেকেছে।'': অমিত মিত্র
'দেশ জুড়ে কয়েক হাজার কৃষক আত্মহত্যা করেছে। রাজ্যের মানুষ কেন্দ্রের এই চক্রান্ত বরদাস্ত করবে না। আমাদের দেশ ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।'':অমিত মিত্র
''মোদী বলেছিলেন কালো টাকা দেশে ফিরবে।'': অমিত মিত্র
''বাংলায় কৃষকদের আয় তিন গুন বৃদ্ধি পেয়েছে'': অমিত মিত্র
''এই মুহূর্তে দেশের বেকারত্বের সংখ্যা সবচেয়ে বেশি'': অমিত মিত্র
বিধানসভায় বাজেট পেশ অমিত মিত্রের
বারংবার মুখ্যমন্ত্রী সকলের কাছে কোনো রকম বিশৃঙ্খলা না করার জন্য আবেদন করছেন।
রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বাজেট পেশ করবেন। যে যে কাজ গুলি আজ মুখ্যমন্ত্রীর করার কথা ছিল, সেই সমস্ত সময়ানুসারেই করবেন তিনি, তবে সমস্তটাই হবে প্রতিবাদের মঞ্চ থেকে।
রাজ্য বিধানসভা শুরু হওয়ার আগে মেট্রো চ্যানেলে প্রস্তুত মঞ্চের পিছনেই ক্যাবিনেট বৈঠক বসেছে। এটি রাজনীতির ইতিহাসে এক নজির বিহীন ঘটনা
মেট্রো চ্যানেলে শুরু হয়েছে ক্যাবিনেট বৈঠক।
বিরোধীদের হাঙ্গামার জন্য দুপুর দুটো পর্যন্ত লোকসভা স্থগিত করা হয়েছে।
''কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গে যা করল, সেটা খুবই ভয়ঙ্কর। এটা গণতন্ত্রের বিপদ। এই বিপদের হাত থেকে বাঁচার জন্য অবিলম্বে এই পার্টিকে সরাতে হবে'': অরবিন্দ কেজরিওয়াল
পশ্চিমবঙ্গের অবস্থা অসাধারণ: সিবিআই
নিজেকে বাঁচানোর জন্যই মমতা রাজীব কুমারকে আড়াল করার চেষ্টা করছেন, কি লোকাতে চাইছেন তিনি, চিটফান্ডের পয়সা কোথায় গেলো, সেটাই আড়াল করার চেষ্টা করছেন কি? : বিজেপি
কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে নিজাম কমপ্লেক্স
স্বরাষ্ট্রমন্তকের ফোন পেয়ে তৎপর রাজ্যপাল
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুসারে এটি কোনো পার্টির মঞ্চ নয়, এটি গণআন্দোলনের মঞ্চ, তাই যে কেউ এই মঞ্চে আসতে পারে। গতকাল ধরনা শুরু হওয়ার পরে পুলিশ কমিশনারের মঞ্চে উপস্থিত থাকা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, তার খন্ডন তিনি এই যুক্তির দ্বারাই করেছেন।
কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে সরকারকে তির্যক আক্রমণ করেছেন। তার মতে সিবিআই -এর অপব্যবহার করে বিরোধীদের নস্যাৎ করতে চাইছে কেন্দ্র সরকার
ধর্মতলায় ধরনা, জেলায় বিক্ষভ
আইবি কর্তাকে তলব রাজ্যপালের
পুলিশ কমিশনার তদন্তে অসহযোগিতা করেছে, বারংবার সমন করা সত্ত্বেও আসেনি: রাজনাথ
দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা: রাজনাথ
উপযুক্ত তথ্য লোপাটের প্রমান দেখতে পারলে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হবে, যার জন্য তাকে অনুতপ্ত হতে হবে সারা জীবন: রঞ্জন গগৈ
রাজনাথ সিং-এর ফোন রাজ্যপালকে