Read in English
This Article is From Feb 05, 2019

LIVE UPDATE: লাল ডায়েরি সম্পর্কে কিছুই জানেন না, দাবি করলেন সারদাকর্তা সুদীপ্ত সেন

বেনজির সংঘাতে জড়াল কলকাতা পুলিশ এবং সিবিআই। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে গিয়ে আটক হলেন সিবিআইয়ের আধিকারিকরা

Advertisement
Kolkata
কলকাতা:

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জির ধরনা আজ তৃতীয় দিনে পা দিল।  প্রায় সারা ভারতের বিজেপি বিরোধী পার্টি গুলিকে একজোটে দেখা যাচ্ছে এই ধরনায়।  অখিলেশ থেকে কুমারস্বামী প্রায় সকলেই মমতার পাশে এসে দাঁড়িয়েছেন।গত রবিবার সন্ধ্যায় কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা দেয় তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসা বাদ করার উদ্দেশ্যে। এই ঘটনার জেরেই ধরনায় নামেন মুখ্যমন্ত্রী।প্রায় সারা পশ্চিমবঙ্গের বহু লোক এসে জমায়েত হয়েছে এই ধরনা মঞ্চে। আজ সুপ্রিম কোর্টে শুনানি।

মমতা জানিয়েছেন কোনও দলের নেত্রী হিসেবে নয় দেশের একটি অঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদেই আন্দোলন করছেন তিনি। সংবিধান তাঁকে যে অধিকার দিয়েছে তা রক্ষা করতেই তিনি পথে নেমছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরই মধ্যে সিবিআই এবং প্রশাসনের সংঘাত আদালত পর্যন্ত গড়িয়েছে। আজ একদিকে কলকাতা হাইকোর্ট অন্যদিকে সুপ্রিম কোর্টে দুটি মামলার শুনানি হবে। তদন্তে বাঁধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে সিবিআই মামলা করেছে সুপ্রিম কোর্টে। আর সিবিআইয়ের আচরণের বিরুদ্ধে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। 

Feb 05, 2019 17:03 (IST)
 à¦¬à¦°à§à¦¤à¦®à¦¾à¦¨à§‡ তেজস্বী যাদব নিজের বক্তব্য রাখছে ধরনা মঞ্চে 
Feb 05, 2019 16:54 (IST)
 à¦¬à¦™à§à¦— বিজেপির মাটি হওয়া উচিত: যোগী আদিত্যনাথ 
Feb 05, 2019 16:53 (IST)
এই দুর্নীতিগ্রস্থ সরকারকে মাটি থেকে উপরে ফেলা উচিত : আদিত্য নাথ 
Feb 05, 2019 16:52 (IST)
বাঙালির সরকারের হাত থেকে বঙ্গের মুক্তির প্রয়োজন: যোগী 
Feb 05, 2019 16:51 (IST)
সুপ্রিমকোর্টের আদেশের পর ইউ টার্ন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী : যোগী আদিত্যনাথ 
Advertisement
Feb 05, 2019 16:49 (IST)
কলকাতা ধরনা মঞ্চ থেকে বক্তব্য রাখছেন চন্দ্রবাবু নাইডু 
Feb 05, 2019 16:47 (IST)
এই মাটিই আমাদের 'বন্দেমাতার' দিয়েছে : যোগী 
Feb 05, 2019 16:44 (IST)
লখনৌ, বোকার রাঁচি হয়ে তিনি পুরুলিয়াতে পৌঁছেচেন 
Feb 05, 2019 16:41 (IST)
পুরুলিয়াতে সভাস্থলে পৌঁছে গেছেন যোগী আদিত্যনাথ 
Feb 05, 2019 16:31 (IST)
রবিবার রাতে কমিশনারকে ধরনায় বসতে দেখা গেছিল, যা তার কর্তব্যের বিরোধী বলে মনে করা হয়েছে। সেই জন্যই তার কাছ থেকে জবাব চাওয়া হয়েছে  
Feb 05, 2019 16:27 (IST)
রাজীব কুমারকে গৃহ মন্ত্রকের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে 
Feb 05, 2019 16:27 (IST)
চন্দ্রবাবু নাইডু কলকাতায় এসে পৌঁছেচেন 
Feb 05, 2019 15:58 (IST)
লাল ডায়েরি সম্পর্কে কিছুই জানেন না, দাবি করলেন সারদাকর্তা সুদীপ্ত সেন
Feb 05, 2019 14:23 (IST)
মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে বললেন,বিজেপি তিন- চার ঘণ্টা আগে সভার অনুমতি চায়। আগে চাইলে অনুমতি দেওয়া হয়।
Feb 05, 2019 14:22 (IST)

পুরুলিয়ায় যোগীর সভার অনুমতি দিল না রাজ্য: সূত্র
Feb 05, 2019 13:55 (IST)

কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়ার সুপ্রিম কোর্টের নির্দেশকে "গণতন্ত্রের জয়" বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়।

রবিবার সন্ধ্যায় কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে হানা দেয় সিবিআই।তাঁদের আটক করে থানায় নিয়ে যায় কলকাতা পুলিশ। যদিও কিছুক্ষণ পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়।এদিকে, রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে রবিবার রাতেই মেট্রো চ্যানেলের সামনে ধরনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, রাজীব কুমারের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। তবে রাজীব কুমারকে সিবিআই আধিকারিকদের সঙ্গে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

Feb 05, 2019 13:23 (IST)
''গত চার বছর ধরে রাজীব কুমারকে সারদা কাণ্ডে সাহায্য করার জন্য আবেদন করা হচ্ছিল, কিন্তু তিনি কিছুতেই হাজিরা দিচ্ছিলেন না , যার জন্যই সিবিআইকে তিন তারিখ সন্ধ্যায় তার বাড়িতে যেতে হয়েছিল।... আমি চাই মমতা ব্যানার্জি যেমন ধরনায় বসে আছেন, সেই রকমই বসে থাকুন।'':রুপা গাঙ্গুলি  
Feb 05, 2019 13:19 (IST)
রাজীব কুমারকে শিলঙে গিয়ে সিবিআই-এর সাথে দেখা করতে হবে 
Feb 05, 2019 12:57 (IST)
মমতা প্রথম থেকেই যেটা সঠিক সেটার সাথেই আছেন, এটা তাঁর আর একটি জয় : ডেরেক ও'ব্রয়েন 
Feb 05, 2019 12:48 (IST)
 à¦•à§‡à¦‰ আইনের উর্দ্ধে নয়, সকলকেই জেরার মুখে পড়তে হবে...আজ নয় তো কাল গ্রেপ্তার হবেই।'' à¦°à¦¾à¦¹à§à¦² সিনহা 



Advertisement