This Article is From Feb 08, 2019

Live Update ময়নাগুড়িতে পৌঁছালেন মোদী

প্রথম জনসভাটি হয় বনগাঁ ঠাকুরনগরে। পরের সভাটি হয়   দুর্গাপুরে।   প্রথম সভাটি ছিল রাজনৈতিক। সেখান থেকেও তৃণমূলকে আক্রমণ করেন মোদী

Live Update ময়নাগুড়িতে পৌঁছালেন মোদী
ময়নাগুড়ি:

আজ ফের রাজ্যে  আসছেন প্রধানমন্ত্রী   নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গের ময়নাগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী।লোকসভা নির্বাচনের আগে রাজ্যে এটি তাঁর দ্বিতীয় জনসভা।  বিজেপির রাজ্য নেতারা ছাড়াও কেন্দ্রীয় নেতারা এই সভায় উপস্থিত থাকতে চলেছেন বলে খবর।  দুপুর একটা  নাগাদ জলপাইগুড়িতে সভা শুরু হবে।  সভা ঘিরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।   সপ্তাহ খানেক আগে  গত শনিবার রাজ্যে  দুটি জনসভা করেন মোদী।  প্রথম জনসভাটি হয় বনগাঁ ঠাকুরনগরে। পরের সভাটি হয়   দুর্গাপুরে।   প্রথম সভাটি ছিল রাজনৈতিক। সেখান থেকেও তৃণমূলকে আক্রমণ করেন মোদী। আক্রমণের সেই ধারা বজায়  থাকে  দুর্গাপুরেও। পরে প্রধানমন্ত্রীকে উত্তরও দেয়  তৃণমূল। এরই মাঝে কলকাতার কমিশনারকে সিবিআইয়ের  জিজ্ঞাসাবাদ ঘিরে  সংঘাত  আরও বাড়ে। কেন্দ্রের বিরুদ্ধে  ধর্নায় বসেন  মমতা। এই পরিস্থিতিতে রাজ্যে এসে  মোদী কী বার্তা  দেন সে দিকেই তাকিয়ে  রয়েছেন  সবাই। এদিকে আজই জলপাইগুড়িতে  সার্কিট বেঞ্চের    উদ্বোধন করবেন মোদী। 

Feb 08, 2019 16:39 (IST)
বোঝা হয়ে গিয়েছে দিদির সরকার আর থাকবে না: মোদী
Feb 08, 2019 16:39 (IST)
২০১৯ সালে জয়ের পর  বিজেপির সরকার কীভাবে চলবে তা আপনারাই ঠিক করবেন। রথ ঘুরবে সেখানে নিজেদের পরামর্শ দিন: মোদী
Feb 08, 2019 16:37 (IST)
ছোটবেলায় ভাবতাম বাংলার মাটিতে কী এমন শক্তি আছে  যে এখানে নেতাজির জন্ম হয়েছে। এখানকার মানুষ বিদেশীদের সঙ্গে লড়ে কী ভাবে লড়ে? আজ আপনাদের বুঝলাম বাংলার মাটির এমন শক্তি আছে যে দিদির অত্যাচারের পরও কেউ ভয় পায় না। এটাই বাংলার শক্তি: মোদী
Feb 08, 2019 16:35 (IST)
ওরা যাই বলুক মুসলিম মহিলাদের বলছি  ভায় পাওয়ার কোনও কারণ নেই: মোদী
Feb 08, 2019 16:34 (IST)
তিন তালাক  প্রসঙ্গে তৃণমূল  বাধা হয়ে  দাঁড়াচ্ছে কেন? মুখ্যমন্ত্রীকে বলছি একজন মহিলা  হয়ে   তিন তালাক  আইনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন: মোদী
Feb 08, 2019 16:31 (IST)
কাল ওরা বলেছে  ক্ষমতায় এলে তিন তালাক আইন বাতিল করবে। ওরা সুপ্রিম কোর্টের রায়কেও গুরুত্ব দেয় না: মোদী
Feb 08, 2019 16:31 (IST)
তোষণের রাজনীতি করতে কংগ্রেস কোথায় নামতে  পারে  তা কাল দেখা হয়ে গিয়েছে: মোদী
Feb 08, 2019 16:28 (IST)
বিজেপি ক্ষমতায় না এলে বাংলাদেশের সঙ্গে  সীমান্ত  সমস্যা মিটত  না: মোদী
Feb 08, 2019 16:27 (IST)
লোকসভা নির্বাচনে মুক্ত এবং অবাধ  ভোট  হবে। তার দায়িত্ব  নির্বাচন কমিশন  নেবে বলে আমি মনে  করি: মোদী
Feb 08, 2019 16:27 (IST)
তৃণমূলের গুন্ডাদের রোখার কেউ  ছিল না এখন বিজেপি আছে। এতে  তৃণমূল ভয় পেয়েছে। বিজেপি  ভয় পায় না। আর ভয় পায় না  বলেই দু'জন সাংসদ থেকে বিজেপি  এত বড় দল  হয়েছে: মোদী
Feb 08, 2019 16:26 (IST)
এখানে প্রদেশ কংগ্রেস বলে  তৃণমূলএর আমলে অপশাসন চলছে, আর দিল্লিতে মিস্টার বঢ়রার শ্যালক দিদির পাশে  থাকেন। এঁদের মধ্যে  নীতি বলে  কিছু নেই: মোদী
Feb 08, 2019 16:26 (IST)
সত্যি কথা  বললেই মহাজোটের নেতারা চিৎকার করেন: মোদী
Feb 08, 2019 16:26 (IST)
যারা দুর্নীতিদের জড়িতদের বাঁচানোর চেষ্টা করছেন তাঁরা রেহাই পাবে না: মোদী
Feb 08, 2019 16:25 (IST)
Feb 08, 2019 16:21 (IST)
আমি আপনাদের  চৌকিদার  বলে যাচ্ছি দুর্নীতিতে জড়িত বা যারা তাঁদের মদত করেছে  তাঁদের ছাড়া  হবে নাঃ প্রধানমন্ত্রী
Feb 08, 2019 16:20 (IST)
মানুষ মুখ্যমন্ত্রীর কাছে জানতে চায়  উনি দুর্নীতিতে জড়িতদের সাহায্য করেন কেন: মোদী
Feb 08, 2019 16:20 (IST)
মহাত্মা গান্ধী সত্যাগ্রহ করেছিলেন। নেতাজি বাইরে থেকে  দেশকে  স্বাধীন করার চেষ্টা করেছিলেন। আর  মুখ্যমন্ত্রী  দুর্নীতিতে জড়িতদের পাশে   দাঁড়াচ্ছেন: মোদী
Feb 08, 2019 16:18 (IST)
দেশে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী দুর্নীতিতে জড়িতদের হয়ে  ধর্না  দিলেন: মোদী
Feb 08, 2019 16:18 (IST)
ত্রিপুরায় যা হয়েছে তা বাংলাতেও হবেঃ মোদী
Feb 08, 2019 16:17 (IST)
প্রধানমন্ত্রী বলেন "দিদি দিল্লি যেতে চাইছেন, কিন্তু মধ্যবিত্তদের সিন্ডিকেট রাজের হাতে ছেড়ে  দিয়েছেন"।
Feb 08, 2019 16:17 (IST)
প্রধানমন্ত্রী বলেন দিদি দিল্লি যেতে চাইছেন, কিন্তু মধ্যবিত্তদের সিন্ডিকেট রাজের হাতে ছেড়ে  দিয়েছেনঃ মোদী
Feb 08, 2019 16:16 (IST)

জগাই, মাধাইয়ের রাজত্ত্ব শেষ হওয়া প্রয়োজন কিনা, : মোদী

Feb 08, 2019 16:16 (IST)
দিদি মুখ্যমন্ত্রী কিন্তু  দাদাগিরি করছে  অন্য কেউঃ মোদী
Feb 08, 2019 16:15 (IST)
তৃণমূলের সরকার চালাচ্ছে জগাই, মাধাই: মোদী 
Feb 08, 2019 16:15 (IST)
মা মাটি মানুষের নামে  তৈরি সরকার খুনের রাজনীতি  করছে, বললেন মোদী
Feb 08, 2019 16:14 (IST)
আমাদের  লক্ষ্য ২০২২ সালের মধ্যে  সবার মাথায় পাকা ছাদ দেওয়া: মোদী
Feb 08, 2019 16:14 (IST)
প্রধানমন্ত্রী বলেন সস্তায় রেশন,  দিল্লির কেন্দ্রীয় সরকার দেয়। রাজ্যে ৬৫ হাজার পাকা বাড়ি  তৈরি হয়েছে: মোদী
Feb 08, 2019 16:13 (IST)
PM Modi Addresses Rally In Bengal's Jalpaiguri: Live Updates

"আমাদের সরকার গরিবদের এমন সমস্ত সুবিধা দিচ্ছে যা আগে তাঁরা ভাবতে পারতই না। গরিবদের জন্য ২ লাখ টাকা বিমার ব্যবস্থা করা হয়েছে, বিপদের সময় এই টাকা কাজে লাগবে,। এখনও পর্যন্ত ৩১  কোটি গরিব এই প্রকল্পের সুবিধা পেয়েছে" বললেন মোদী


Feb 08, 2019 16:10 (IST)
গত বাজেটে শ্রমিকদের জন্য একাধিক প্রকল্প  নেওয়া  হয়েছে বলে  দাবি প্রধানমন্ত্রীর।
Feb 08, 2019 16:09 (IST)

কেন্দ্রীয় সরকার উন্নয়নে বিশ্বাস করে বলেই বন্ধ চা বাগান খোলা  হচ্ছে : মোদী

Feb 08, 2019 16:08 (IST)

তৃণমূলকে কমিউনিস্ট পার্ট টু বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Feb 08, 2019 16:07 (IST)

রাজ্যের সরকার বাংলা মাকে বদনাম করেছে বলে অভিযোগ প্রধানমন্ত্রীর।

Feb 08, 2019 16:06 (IST)
শিলিগুড়ি  পুরসভার সঙ্গে  বৈষম্য  মূলক আচরণ করেঃ মোদী
Feb 08, 2019 16:06 (IST)

আমার সঙ্গে উত্তরবঙ্গের বিশেষ সম্পর্ক আছে, আপনারা চা বা উৎপাদন করতাম আমি বানাই : মোদী

Feb 08, 2019 16:04 (IST)
২০ বছর ধরে  সার্কিট বেঞ্চের  ব্যাপারটা পড়েছিলঃ মোদী
Feb 08, 2019 16:04 (IST)
মানুষের জন্য আম রা ছাড়া  অন্য কেউ ভাবে নাঃ মোদী
Feb 08, 2019 16:03 (IST)

একই সঙ্গে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে উদ্বোধন হয়েছে। এখন আর কলকাতা যেতে হবে না । আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষের সুবিধা হবে: মোদী

Feb 08, 2019 16:01 (IST)
এখন থেকে একটু  আগে  ২ হাজার কোটি টাকা ব্যয়ে জাতীয় সড়কের উদ্বোধন হল। রাস্তা  তৈরি হলে  জীবন সহজ হয়ে আসবে: মোদী
Feb 08, 2019 16:00 (IST)

এই মাটি নেপালি কবি ভানুভক্তের মাটি: মোদী

Feb 08, 2019 15:58 (IST)
এবারও বাংলায় ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী
Feb 08, 2019 15:57 (IST)
রাজ্যের চা শ্রমিকদের জন্য উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ
Feb 08, 2019 15:53 (IST)
প্রধানমন্ত্রীকে কোচবিহারের রাজবাড়ির রেপ্লিকা উপহার দেওয়া  হল
Feb 08, 2019 15:51 (IST)
১৪ লেনের জাতীয় সড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Feb 08, 2019 15:50 (IST)
সভাস্থলের পাশে এক জায়গা থেকে   কলকাতা হাইকোর্টের, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন  করলেন প্রধানমন্ত্রী
Feb 08, 2019 15:49 (IST)
মোদীকে স্বাগত জানালেন দলীয় নেতা সুরিন্দর সিং আলুয়ালিয়া সহ দলের নেতারা
Feb 08, 2019 15:48 (IST)
ময়নাগুড়ির চূড়াভাণ্ডারে বিজেপির সভায় প্রধানমন্ত্রী মোদী
Feb 08, 2019 15:46 (IST)

সভামঞ্চে উপস্থিত হলেন নরেন্দ্র মোদী

Feb 08, 2019 15:39 (IST)
সভাস্থলে পৌঁছাল নরেন্দ্র মোদীর হেলিকপ্টার
Feb 08, 2019 15:38 (IST)
মোদী ময়নাগুড়ি পৌঁছলেন
Feb 08, 2019 15:36 (IST)
ছত্তিশগড়ে  নরেন্দ্র মোদী: "গান্ধী পরিবারের বেশীরভাগই জামিনে মুক্ত"।
ক্ষমতা হারানোর পর এই প্রথম ছত্তিশগড়ে সভা করলেন প্রধানমন্ত্রী।সেখানে তিনি বলেন, "বেশীরভাগ কংগ্রেস নেতাই আইনি জটিলতায় জড়িত"।
Feb 08, 2019 14:28 (IST)
প্রধানমন্ত্রী বলেন, "ছত্তিশগড়ে যখন নতুন সরকার তৈরি হয়, তখন আমরা তাদের স্বাগত জানিয়েছিলাম, ভেবেছিলাম রাজ্যের উন্নয়নে তারা নতুন কিছু করবে।কিন্তু তারা যেটা করল, তা হল চালু প্রকল্পগুলি বন্ধ করা"।


Feb 08, 2019 14:24 (IST)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  বলেন, "প্রথম কাজ তারা (কংগ্রেস সরকার) যেটা করেছে, তা হল "মোদীকেয়ার" তুলে দেওয়া, এবং দ্বিতীয় রাজ্যে সিবিআইকে ঢুকতে না দেওয়া, কেন? আপনাদের কীসের ভয়"।
Feb 08, 2019 14:22 (IST)
লোকসভা ভোটের আগে ইতিমধ্যে প্রচার তুঙ্গে তুলতে শুরু করেছে কংগ্রেস-বিজেপি।
Feb 08, 2019 14:21 (IST)
কৃষকদের নিয়ে সভার মধ্য দিয়ে মধ্যপ্রদেশে প্রচারাভিযান শুরু করবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।সেই সভা থেকে কৃষকদের জন্য রাহুল গান্ধী বিশেষ ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে।

Feb 08, 2019 14:21 (IST)
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংঘাতের আবহেই আজ জলপাইগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা।এক সপ্তাহে এ রাজ্যে এই নিয়ে তৃতীয় সভা নরেন্দ্র মোদীর।পুলিশ আধিকারিক রাজীব কুমারের বাড়িতে সিবিআই তল্লাশি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহ।
.