This Article is From Mar 10, 2019

Live Updates:১১ এপ্রিল হবে প্রথম দফার ভোটগ্রহণ, ফলাফল ২৩ মে

Lok Sabha Elections 2019: এই বছরের নির্বাচন শেষ হবে ৩রা জুন।

Live Updates:১১ এপ্রিল হবে প্রথম দফার ভোটগ্রহণ, ফলাফল ২৩ মে

আজ সন্ধ্যা ৫টা নাগাদ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে নির্বাচন কমিশন।

নিউ দিল্লি:

নিবার বিকেল পাঁচটা নাগাদ লোকসভা নির্বাচন ও চার রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন।

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন এখানে। লাইভ আপডেটঃ 

Mar 10, 2019 18:14 (IST)
Mar 10, 2019 18:00 (IST)

জম্মু ও কাশ্মীরে এখন বিধানসভা নির্বাচন হবে না। শুধুমাত্র লোকসভা নির্বাচন হবে। জানাল নির্বাচন কমিশন।

Mar 10, 2019 17:57 (IST)
Mar 10, 2019 17:56 (IST)

দ্বিতীয় দফা

 

জম্মু ও কাশ্মীর- ২

কর্নাটক- ১৪

মহারাষ্ট্র- ১০

ত্রিপুরা- ১

উত্তরপ্রদেশ- ৮

পশ্চিমবঙ্গ- ৩

পুদুচেরি- ১

 

 

তৃতীয় দফা

 

অসম-৪

বিহার-৫

ছত্তিশগড়-৭

গুজরাট-২৬

জম্মু ও কাশ্মীর- ১

কর্নাটক- ১৪

কেরালা-২০

 

ওড়িশা-৬

উত্তরপ্রদেশ- ১০

পশ্চিমবঙ্গ- ৫

দাদরা ও নগর হাভেলি- ১

দমন ও দিউ- ১

 

 

চতুর্থ দফা 

 

বিহার-৫

জম্মু ও কাশ্মীর-১

ঝাড়খন্ড-৩

মধ্যপ্রদেশ-৬

মহারাষ্ট্র-১৭

ওড়িশা-১৬

উত্তরপ্রদেশ-১৩

পশ্চিমবঙ্গ-৮

 

পঞ্চম দফা, ৬ মে

 

বিহার ৫

জম্মু ও কাশ্মীর ২

ঝাড়খন্ড ৪

মধ্যপ্রদেশ ৭

রাজস্থান ১২

উত্তরপ্রদেশ ১৪

পশ্চিমবঙ্গ ৭

 

মোট ৫১

Mar 10, 2019 17:55 (IST)

প্রথম দফায় নির্বাচন হবে ২২'টি রাজ্যে। জানালেন মুখ্য নির্বাচনী কমিশনার সুনীল অরোরা। 

Mar 10, 2019 17:43 (IST)
Mar 10, 2019 17:41 (IST)

পঞ্চম ও ষষ্ঠ দফা ভোট হবে যথাক্রমে ৬ মে এবং ১৯ মে।

Mar 10, 2019 17:36 (IST)

দ্বিতীয় ও তৃতীয় দফার নির্বাচন হবে যথাক্রমে ১৮ এপ্রিল এবং ২৩ এপ্রিল। জানালেন সুনীল অরোরা।

Mar 10, 2019 17:36 (IST)

সাত দফায় হবে এবারের লোকসভা নির্বাচন, বললেন সুনীল অরোরা। 

 

Mar 10, 2019 17:36 (IST)

সমস্ত রাজনৈতিক বিজ্ঞাপনকেই প্রত্যয়িত করা হবে, জানিয়েছে গুগল, ফেসবুক, ইউ টিউব, বললেন মুখ্য নির্বাচন কমিশনার।

 

Mar 10, 2019 17:32 (IST)

"কারও ব্যক্তিগত জীবনে যদি কোনওরকম বাধা নেমে আসে তাহলে তার মোকাবিলা করা হবে শক্ত হাতে", বললেন সুনীল অরোরা।

Mar 10, 2019 17:28 (IST)

"স্পর্শকাতর বুথগুলিতে বহু ক্যামেরা রাখা থাকবে। এছাড়া, সমস্ত বিতর্কিত বিষয়ের ভিডিও করা হবে"। জানালেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।

Mar 10, 2019 17:25 (IST)

"ভোটাররা 'নোটা'তে ভোটদান করতে পারবেন। গত বছর ৯ লক্ষ বুথ ছিল। এই বছর তার থেকে ১ লক্ষ বুথ বাড়িয়ে ১০ লক্ষ করা হল"। 

Mar 10, 2019 17:21 (IST)

এই বছর ১০ শতাংশ বেশি পোলিং বুথ থাকবে। জানান নির্বাচন কমিশনার সুনীল অরোরা।

Mar 10, 2019 17:20 (IST)

"প্রতিটি পোলিং বুথে ন্যূনতম সুযোগ-সুবিধা থাকবে"

 "নির্বাচনকে আরামদায়ক করার সমস্ত চেষ্টা করা হচ্ছে"

Mar 10, 2019 17:18 (IST)

সুষ্ঠু নির্বাচন করতে সমস্ত ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন: নির্বাচন কমিশনার 

 

ষোড়শ লোকসভা শেষ হবে ২০১৯ সালের ৩ জুন। 

সুষ্ঠু নির্বাচন করানোর ব্যাপারটি নিশ্চিত করবে নির্বাচন কমিশন।

নির্বাচনের বিস্তৃতি এবং জটিলতা দুইই গত কয়েক বছরে অনেক বেড়েছে। 

"আমরা বহু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক প্রধানদের সঙ্গে বৈঠক করেছি"।

"নির্বাচন করাতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য রেল সহ বহু বিভাগের সঙ্গে আলোচনা করেছি আমরা"।

Mar 10, 2019 17:07 (IST)

মুখ্য নির্বাচনী অফিসার দিল্লির বিজ্ঞানভবনে মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের।

Mar 10, 2019 17:04 (IST)

২০১৪ সালে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কেন্দ্রে ক্ষমতায় আসে। তিন দশকের মধ্যে প্রথম কোনও রাজনৈতিক দল এই শিখর স্পর্শ করেছিল। ২৮২'টি আসনে জয়লাভ করে তারা। বিজেপি নেতৃত্বাধী এনডিএ জোট পেয়েছিল মোট ৩৩৬'টি আসন।

Mar 10, 2019 15:59 (IST)

অন্ধ্রপ্রদেশের প্রথম লোকসভা নির্বাচন

এই রাজ্যে লোকসভায় ২৫ টি এবং বিধানসভায় ১৭৫ টি আসন রয়েছে

রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, বিরোধী জোটের অন্যতম নেতা, যিনি কয়েকমাস ধরেই বিজেপি বিরোধী জোট করার চেষ্টা করছেন।

Mar 10, 2019 14:44 (IST)

"রাহুর কালে" নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা, চিন্তিত দক্ষিণের রাজনীতিবিদরা।

আজ বিকেল ৫ টায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন, উদ্বিগ্ন রাজনীতিবিদদের একাংশ---তবে সেটা জ্যোতিষের বিষয়ে।

Mar 10, 2019 14:40 (IST)

লোকসভার সঙ্গে হতে পারে চার রাজ্যের বিধানসভা নির্বাচনও।

এবার লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে অন্ধ্রপ্রদেশ, সিকিম, অরুণাচলপ্রদেশ এবং ওড়িশায়। চার রাজ্যের সরকারের মেয়াদ শেষ হচ্ছে এপ্রিল-মে নাগাদ।

Mar 10, 2019 14:39 (IST)
For Four States, Assembly Elections Also Likely With National Polls
Mar 10, 2019 14:34 (IST)

২০১৪ লোকসভা নির্বাচনে প্রাপ্ত আসন তালিকা:

 

দল                   প্রাপ্ত আসন              প্রতিদ্বন্দ্বীতা করা আসন সংখ্যা

 

বিজেপি                ২৮২                 ৪২৮

কংগ্রেস                ৪৪                    ৪৬৪

এআইএডিএমকে      ৩৭              ৪০

তৃণমূল কংগ্রেস       ৩৪                 ১৩১

বিজেডি                ২০            ২১

শিবসেনা               ১৮               ৫৮

তেলুগু দেশম             ১৬        ৩০

তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি     ১১          ১৭

সিপিআইএম(মার্ক্সবাদী)            ৯৩

ওয়াইএসআরসিপি                            ৩৮

Mar 10, 2019 14:24 (IST)

২০১৪ লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনের মধ্যে ২৮২ আসনে জয়লাভ করে নরেন্দ্র মোদীর বিজেপি।

Mar 10, 2019 14:22 (IST)
Mar 10, 2019 14:21 (IST)

২০১৪ এ ৫ মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।৯ দফায় ভোটগ্রহণ হয়েছিল এপ্রিল ও মে মাসে।

 

প্রথম দফার ভোটগ্রহণ হয় ৭ এপ্রিল এবং শেষ দফার ভোটগ্রহণ হয় ১২ মে।

.