Lok sabha Election 2019: সকাল সাতটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত চলবে ভোট প্রক্রিয়া
সকালেই ভোটারদের সঙ্গে গোলমালে জড়িয়ে পড়েন নিরাপত্তা কর্মীরা। ভোটারদের দাবি সকালে তাঁরা যখন ভোট দিতে যাচ্ছিলেন সে সময় তৃণমূল আশ্রিত কয়েক জন দুষ্কৃতী তাঁদের পথ আটকায়।ভোটারদের দাবি সকালে তাঁরা যখন ভোট দিতে যাচ্ছিলেন সে সময় তৃণমূল আশ্রিত কয়েক জন দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। কয়েক জনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।সকাল নটা পর্যন্ত রাজ্যের তিনটি কেন্দ্রে ভোট পড়েছে মোট 16.78 শতাংশ।জলপাইগুড়ি-16.84 শতাংশ, দার্জিলিং-16.14 শতাংশ এবং রায়গঞ্জ-17.45 শতাংশ। সকাল নয়টা পর্যন্ত তামিলনাড়ুতে ভোট পড়েছে 13.48 শতাংশ।
এগারোটা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে তামিলনাড়ুতে। অসমে ভোট পড়েছে 11.6 শতাংশ। বিহারে ভোট পড়েছে মাত্র 9.2 শতাংশ। পশ্চিমবঙ্গে তিনটি কেন্দ্রে ৪১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ। এই এলাকা গুলি থেকে তিন জন মহিলা প্রার্থী দাঁড়িয়েছেন। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আছেন বিজেপির রাজু বিস্তা।তিনি একজন সমাজ সেবক।কংগ্রেসের প্রিয়রঞ্জন দাস মুন্সির স্ত্রী দীপা দাস মুন্সি এবং সিপিএম-এর দুবারের বিধায়ক মহম্মদ সেলিম।
সমস্ত প্রতীক্ষার অবসান। সাতদিন আগেই শেষ হয়েছিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আজ গোটা দেশজুড়ে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। এই দফায় পশ্চিমবঙ্গের যে তিনটি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে, সেগুলি হল- জলপাইগুড়ি, দার্জিলিং এবং রায়গঞ্জ। প্রতিটি আসনেই মূল লড়াই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি'র। তবে, কংগ্রেস এবং বামফ্রন্ট প্রার্থীরাও রয়েছেন লড়াইতে। জলপাইগুড়ি থেকে তৃণমূলের প্রার্থী বিজয়চন্দ্র বর্মন। তাঁর বিরুদ্ধে প্রার্থী বিজেপি'র জয়ন্ত কুমার রায়। কংগ্রেসের প্রার্থী হলেন মণিকুমার দার্নাল এবং সিপিএমের প্রার্থী হলেন ভগীরথ চন্দ্র রায়। দার্জিলিং-এ তৃণমূলের প্রার্থী অমর সিং রাই। তাঁর সঙ্গে মূল লড়াই বিজেপি'র রাজু বিস্তের। কংগ্রেসের শঙ্কর মালাকার দাঁড়িয়েছেন দার্জিলিং থেকে। সিপিএম প্রার্থী হলেন সমন পাঠক। সিপিএমের সাংসদ মহম্মদ সেলিমের সঙ্গে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মূল লড়াই তৃণমূলের কানাইয়ালাল আগরওয়ালের। এছাড়া, রয়েছেন কংগ্রেসের দীপা দাশমুন্সি ও বিজেপি'র দেবশ্রী চৌধুরী। নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী, এই তিন কেন্দ্র মিলিয়ে পুরুষ ভোটারের সংখ্যা ২৫ লক্ষ ২২ হাজার ৮৮৭ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ২৪ লক্ষ ৯ হাজার ৩৭২ জন। ‘অন্যান্য' বিভাগে রয়েছেন ৮৭ জন। মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৫৩৯০'টি। জলপাইগুড়িতে রয়েছে ১৮৬৮'টি বুথ, দার্জিলিং-এ রয়েছে ১৮৯৯'টি বুথ এবং রায়গঞ্জে রয়েছে ১৬২৩'টি বুথ।
মোট ৯৫'টি লোকসভা আসনে ভোটগ্রহণ আজ।দ্বিতীয় দফার ভোট হবে ১১'টি রাজ্য ও ১'টি কেন্দ্রশাসিত অঞ্চলে।
এই ১২'টি রাজ্য হল- অসম, বিহার, জম্মু-কাশ্মীর, কর্নাটক, মহারাষ্ট্র, মণিপুর, ওড়িশা, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়। যে একটিমাত্র কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হবে, সেটি হল- পন্ডিচেরি।
সকাল সাতটা থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত চলবে ভোট প্রক্রিয়া। লোকসভা নির্বাচনের পাশাপাশি কয়েকটি জায়গায় বিধানসভা উপনির্বাচনে হবে। এক সপ্তাহ আগে প্রথম দফার নির্বাচনে দেশজুড়ে ৬৯.৪৩ শতাংশ ভোট পড়েছিল। এর মধ্যে পশ্চিমবঙ্গের দুটি আসনে ভোট পড়েছিল ৮০ শতাংশেরও বেশি। সবচেয়ে কম ভোট পড়েছিল বিহারে।
মোট সাত দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ এবার।
লাইভ আপডেটস:
সিপিএম প্রার্থী রায়গঞ্জের মহম্মদ সেলিমের গাড়িতে ভাঙচুর। সিপিএম এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করছে।
উত্তর প্রদেশের লখনউ থেকে সমাজ বাদী পার্টির নেত্রী ও শত্রুঘ্ন সিনহার স্ত্রী মনোনয়ন পত্র জমা করলেন।
Lok Sabha Polls 2019: ওড়িশায় বুথের বাইরে প্রাণ হারালেন ৯৫ বছরের বৃদ্ধ
ভোট দিতে এসেছিলেন বৃদ্ধ। লাইনেও দাঁড়িয়েছিলেন, কিন্তু ভোট দেওয়ার আগেই প্রাণ হারালেন তিনি। ঘটনা টি ঘটেছে আস্কা লোকসভা কেন্দ্রে।
সকালেই ভোটারদের সঙ্গে গোলমালে জড়িয়ে পড়েন নিরাপত্তা কর্মীরা। ভোটারদের দাবি সকালে তাঁরা যখন ভোট দিতে যাচ্ছিলেন সে সময় তৃণমূল আশ্রিত কয়েক জন দুষ্কৃতী তাঁদের পথ আটকায়।ভোটারদের দাবি সকালে তাঁরা যখন ভোট দিতে যাচ্ছিলেন সে সময় তৃণমূল আশ্রিত কয়েক জন দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। কয়েক জনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।
সকাল 9 টা পর্যন্ত ভোট পড়েছে তিন জেলায়-
জলপাইগুড়ি-16.84 শতাংশ, দার্জিলিং-16.14 শতাংশ, রায়গঞ্জ-17.45 শতাংশ, মোট-16.78
সকাল নয়টা পর্যন্ত তামিলনাড়ুতে ভোট পড়েছে 13.48 শতাংশ। এগারোটা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে তামিলনাড়ুতে। অসমে ভোট পড়েছে 11.6 শতাংশ। বিহারে ভোট পড়েছে মাত্র 9.2 শতাংশ।
আজ কেরলে তৃতীয় দফার ভোটের প্রচারে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জম্মু-কাশ্মীরের উধমপুরে ভোট দিতে এসেছেন সদ্য বিবাহিত দম্পতি।
সকাল নটা পর্যন্ত কোথায় কত ভোট পড়েছে দেখুন।
নাগরিক অধিকার ছাড়তে রাজি নন কেউই। দেখুন তামিলনাড়ুতে হামাগুড়ি দিয়ে ভোট দিতে এসেছেন ভোটার।
পশ্চিমবঙ্গে তিনটি কেন্দ্রে ৪১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ। এই এলাকা গুলি থেকে তিন জন মহিলা প্রার্থী দাঁড়িয়েছেন। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আছেন বিজেপির রাজু বিস্তা।তিনি একজন সমাজ সেবক।কংগ্রেসের প্রিয়রঞ্জন দাস মুন্সির স্ত্রী দীপা দাস মুন্সি এবং সিপিএম-এর দুবারের বিধায়ক মহম্মদ সেলিম।
কমল হাসান তাঁর কন্যা শ্রুতি হাসানকে নিয়ে ভোটারদের লাইনে দাঁড়িয়ে আছেন।
অসমে VVPAT খারাপ হয়ে যাওয়ার জন্য অসুবিধার মুখে পড়তে হয়েছিল ভোটারদের। তবে জানা গেছে শিলচরের ২০০ নং কেন্দ্রে VVPAT এখন ঠিক মতো কাজ করছে। মানুষ তাদের মূল্যবান ভোট দিতে সক্ষম হচ্ছেন।
মথুরা থেকে ভোটে লড়ছেন বিজেপির সাংসদ হেমা মালিনী।তাঁর বিপরীতে আছেন RLD-র কুঁয়ার নরেন্দ্র সিংহ। এখানে কড়া প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।
LOK SABHA ELECTIONS 2019: দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে অনেকক্ষন। রায়গঞ্জ থেকে কংগ্রেসের নেতা দীপা দাস মুন্সী ইতিমধ্যে ভোট দিয়ে দিয়েছেন।
রায়গঞ্জ কেন্দ্রের একটি বুথে ভিভিপ্যাট খারাপ হয়ে যাওয়ায় ভোট গ্রহণ শুরু হয়নি ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে রয়েছেন এই কেন্দ্রে তৃণমূল প্রার্থীও।
একটি কেন্দ্র শাসিত অঞ্চল সহ মোট ১৩টি রাজ্যে ভোট গ্রহণ হবে আজ। ১৫ কোটির ওপর ভোটার ভোট দেবেন। সকাল থেকেই বুথ গুলিতে উৎসুক ভোটারদের ভিড় দেখা যাচ্ছে।
কংগ্রেসের নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি. চিদাম্বরম ভোট প্রদান পর্ব সম্পন্ন করেছেন। তামিলনাড়ুর শিবগঙ্গা কেন্দ্র থেকে তাঁর পুত্র কার্তিক চিদাম্বরম লোকসভা নির্বাচনে লড়ছেন।
করুণানিধি ও জয়ললিতার মতো শক্তিশালী নেতাদের মৃত্যুর পর এই প্রথম ভোট গ্রহণ হচ্ছে তামিলনাড়ুতে। সকাল-সকাল ভোট দিতে দেখা গেল সুপারস্টার রজনীকান্তকে।
যুব সমাজের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভোট দেওয়ার আবেদন করেছেন।
সারা ভারত জুড়ে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়ে গেছে
অন্যদিকে আজ গুজরাট ও উত্তর প্রদেশে ভোটের প্রচারে যাবেন রাহুল গান্ধী। উত্তর প্রদেশের বাদাউন জেলায় আজ জনসভা করবেন কংগ্রেসের সভাপ্রতি রাহুল গান্ধী। পরে তিনি গুজরাটের কচ্ছ ও জুনাগাধে জনসভা করবেন।
Lok Sabha Election 2019: ৯৫ টি আসনে ১৫ কোটির বেশি লোক ভোট দেবে আজ।
Lok Sabha Election 2019: চারজন কেন্দ্রীয় মন্ত্রী সহ প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়র ভাগ্য নির্ধারণ হবে আজ ।
General Elections 2019: আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহন। ভোট হবে আসাম, বিহার, জম্মু ও কাশ্মির, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, ওড়িশা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি-তে।