This Article is From Nov 04, 2018

অসমে পৌঁছল তৃণমূল প্রতিনিধি দল, সড়কপথে গেল তিনসুকিয়াঃ লাইভ আপডেট

অসমের  তিনসুকিয়ার পাঁচ বাঙালিকে হত্যার প্রতিবাদে প্রথম থেকেই সরব তৃণমূল।

অসমে পৌঁছল তৃণমূল প্রতিনিধি দল, সড়কপথে গেল তিনসুকিয়াঃ লাইভ আপডেট

কলকাতা থেকে ডিব্রুগড় গিয়ে  পৌঁছলেন সাংসদ ও বিধায়করা

নিউ দিল্লি / গুয়াহাটি:

অসমের  তিনসুকিয়ার পাঁচ বাঙালিকে হত্যার প্রতিবাদে প্রথম থেকেই সরব তৃণমূল। কলকাতার  রাস্তায় মিছিলও করেছে  শাসক দল। আর আজ  নিহতদের পরিবারের সঙ্গে  দেখা করতে  অসমে  পৌঁছলেন   তৃণমূল নেতারা। রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ও জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বে একটি দল সেখানে যায় । তাতে রয়ছেন দুই সাংসদ নাদিমূল হক এবং মমতাবালা ঠাকুর। আছেন বিধায়ক মহুয়া মৈত্রও। কলকাতা থেকে ডিব্রুগড় গিয়ে  পৌঁছলেন সাংসদ ও বিধায়করা। এখান থেকে  সড়ক পথে যাচ্ছেন তিনসুকিয়া।       

জেনে নিন লাইভ আপডেট :

Nov 04, 2018 12:05 (IST)
নিহতদের পরিবারের সদস্যদের হাতে  এক লক্ষ টাকা করে অর্থ সাহয্য তুলে দেন তৃনমূল প্রতিনিধি দলের সদস্যরা
Nov 04, 2018 11:43 (IST)
নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন তৃণমূলের প্রতিনিধিরা।

Nov 04, 2018 10:42 (IST)
ডিব্রুগড় বিমান বন্দরের বাইরে সংবাদ সংস্থা পিটিআইকে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন বলেন,  মানবিকতার খাতিরে এসেছি। স্বজন হারানো মানুষগুলোর সঙ্গে কথা বলতে চাই।
Nov 04, 2018 10:42 (IST)
তিনসুকিয়া জেলার খেরবাড়ি গ্রামে পৌঁছে গেল তৃণমূলের প্রতিনিধি দল। এখানেই বৃহস্পতিবার খুন হন পাঁচ জন।
Nov 04, 2018 10:42 (IST)
অসমের ডিব্রুগড় বিমান বন্দরে পৌঁছনো তৃনমূল প্রতিনিধিদের ছবি।
Nov 04, 2018 10:41 (IST)
বিমান বন্দর থেকে সড়ক পথে তিনসুকিয়া রওনা দিলেন তৃণমূলের প্রতিনিধিরা।
Nov 04, 2018 10:41 (IST)
অসমের ডিব্রুগড় বিমান বন্দরে পৌঁছল তৃনমূলের প্রতিনিধি দল
.